যুবককে চ্যাংদোলা করে ঝুলিয়ে পেটানোর ভিডিওটি বাংলাদেশের নয়
বুম বাংলাদেশ দেখেছে, যুবককে ঝুলিয়ে রেখে পেটানোর ভিডিওটি বাংলাদেশে নয় বরং ভারতের একটি ঘটনার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে এক ব্যক্তিকে দুই হাত ও দুই পা ধরে দেহ ঝুলিয়ে রেখে অর্থাৎ চ্যাংদোলা করে পেটানোর একটি ভিডিও পোস্ট করে ভিডিওটি বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২২ সেপ্টেম্বর 'Shemul Parvez' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "পালিয়ে যাওয়া আপার সোনার ছেলেরা যেভাবে নির্যাতন করতো!"। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তি মিলে একজন ব্যক্তিকে চ্যাংদোলা করে লাটিপেটা করতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে তুরস্কভিত্তিক গণমাধ্যম এনসনহাবেরে ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি "Hindistan'da tecavüzcünün cezasını halk verdi (In India, the people punished the rapist)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে এভাবে পেটানো হয়। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ফ্রান্সভিত্তিক ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ডেইলিমোশনে ৯ বছর আগে অন্য একটি অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম লাইভ লিকের (পরবর্তীতে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়) লোগো বসানো "Cheating man gets a public caning." আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
এছাড়াও, সিগোর ডট কম, ওয়াচ পিপল ডাই সহ অন্যান্য ওয়েবসাইটেও একই তথ্যসহ আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশে কোনো ব্যক্তিকে পেটানোর নয়।
সুতরাং ভারতের এক ব্যক্তিকে পেটানোর ভিডিওকে বাংলাদেশের ঘটনার ভিডিও বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।