তুষারের মধ্যে টিউলিপ ফুল ফোটার ছবিগুলো এআই দ্বারা তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিগুলো বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে তুষারের ওপর টিউলিপ ফুলের কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ইউরোপের সবচেয়ে ঠাণ্ডার দেশ ফিনল্যান্ডে তুষার মধ্যে টিউলিপ ফুল ফুটেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১২ নভেম্বর ‘Khan Rovin’ নামক ফেসবুক আইডি থেকে ছবিগুলো পোস্ট করে বলা হয়, “ইউরোপের সবচাইতে ঠান্ডার দেশ… 🇫🇮 ফিনল্যান্ডে তুষার মধ্যে টিউলিপ ফুল..ফুটে উঠছে খুব সৌন্দর্য। Tulips 🌷🌷🌷 📷 naturesms.” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিগুলো বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফুলের আকার ও ছবিতে আলো-ছায়ার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। এছাড়া, বরফের ওপর টিউলিপ ফুল ফোটার দাবিটি বাস্তবসম্মতও নয়। টিউলিপ চাষের জন্য প্রয়োজন সঠিক নিষ্কাশন ব্যবস্থা সমৃদ্ধ মাটি বা আধুনিক হাইড্রোপনিক পদ্ধতি। বরফের ওপর এ ধরনের চাষ কার্যকর নয়।
ছবিগুলো ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি পর্যবেক্ষণ করে বাস্তব ছবির সাথে সাংঘর্ষিক বলে মনে হয় ও এআই ব্যবহার করে তৈরি করা ছবির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
এআই ছবি সনাক্তের টুলস 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসটি ছবিটিগুলোকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। ফলাফলের স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, এআই ছবি সনাক্তের টুলস 'সাইট ইঞ্জিন' ব্যবহার করে ছবিগুলো যাচাই করলে টুলসটি ছবিটিগুলোর দুইটিকে অধিকতর সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি বলে ফলাফল দিয়েছে। তবে একটি ছবিকে এআই বলে ফলাফল দেয়নি। ফলাফলের ছবি দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিগুলো তুষারের ওপর প্রকৃত টিউলিপ ফুল ফোটার নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে বাস্তবিক ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।