ইরানের গ্রাম হিসেবে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড
বুম বাংলাদেশ দেখেছে, ইরানের গ্রামের ছবি বলে প্রচারিত ছবিটি বাস্তব কোনো গ্রামের নয় বরং এটি এআই জেনারেটেড ছবি।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, "এটি ইরানের একটি গ্রামের ছবি''। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ ডিসেম্বর 'আমি রাই' নামের ফেসবুক পেজ থেকে "A village in Iran. A garland of very simple designed houses with architectural symmetry. Shared via Alex Feng." ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ইরানের গ্রামের ছবি বলে প্রচারিত ছবিটি বাস্তব কোনো গ্রামের নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি।
এআই জেনারেটেড ছবি শনাক্তের শক্তিশালী ডিজিটাল টুলস 'Hive Moderation' এর মাধ্যমে আলোচ্য ছবিটি যাচাই করলে টুলসটি ছবিটিকে অধিকতর সম্ভাব্য এআই জেনারেটেড ছবি হিসেবে শনাক্ত করেছে। টুলসটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে "This image does not show a town in Iran, it is a montage created with artificial intelligence (অনূদিত)" শিরোনামে আলোচ্য ছবি সহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ছবিটি এআই জেনারেটেড"। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, আমেরিকান ম্যাগাজিন 'Wired' এর অনলাইন সংস্করণে "What an AI-Generated Medieval Village Means for the Future of Art" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে দেখা যায় "এআই প্রযুক্তি দিয়ে মধ্যযুগীয় গ্রাম সহ এ আদলের ছবি তৈরির ক্ষেত্রে স্পাইরাল শেইপ, পার্শ্ব প্রতিবিম্ব, হুবহু সাদৃশ্য সহ কিছু কমন প্যাটার্ন বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় (সংক্ষেপিত)"। এ জাতীয় আর একটি উদাহরণ পাওয়া যাবে এখানে। আলোচ্য ছবির ক্ষেত্রেও এআই ছবির উক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে। বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা ছবি দেখুন--
অর্থাৎ ইরানের গ্রাম বলে প্রচারিত ছবিটি বাস্তব কোনো ছবি নয় বরং এআই জেনারেটেড ছবি।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই জেনারেটেড ছবিকে সত্যিকারের গ্রামের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।