সাম্প্রদায়িক হামলার খবরের সাথে পুরোনো ছবির ব্যবহার
বাগেরহাটে "যুবলীগ নেতার নেতৃত্বেই হিন্দু বাড়িতে হামলা" খবরটিতে ব্যবহৃত ছবিটি গত বছর চাঁদপুরে পূজামণ্ডপে হামলার ঘটনার।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি খবরের লিংক শেয়ার করে বলা হচ্ছে, বাগেরহাটের মোড়লগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বেই হিন্দু বাড়িতে হামলা। খবরটির কভার হিসেবে ব্যবহৃত ছবিতে দেখা যাচ্ছে একটি পূজামণ্ডপে হামলা বা ভাংচুর পরবর্তী দৃশ্য। এমন কয়েকটি পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এখানে এবং এখানে।
গত ১৪ই এপ্রিল 'বাংলার কণ্ঠস্বর' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি খবরের লিংক শেয়ার করে লেখা হয়, "যুবলীগ নেতার নেতৃত্বেই হিন্দু বাড়িতে হা'মলা!"। হুবহু একই শিরোনামে প্রকাশিত খবরে কভার ছবি হিসেবে একটি পূজামণ্ডপে ভাংচুরের ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
এই ছবি যুক্ত করে একাধিক পেজ ও গ্রুপে করা একাধিক নিউজ পোর্টালের শেয়ার করা লিংক ও পোস্ট দেখে স্বাভাবিকভাবে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কাছে মনে হবে, ছবিটি সম্প্রতি বাগেরহাটের মোড়লঘঞ্জে এক হিন্দু বাড়িতে হামলার সাথে সম্পৃক্ত ছবি।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য খবরটির সাথে প্রকাশিত ছবিটি বাগেরহাটের ঘটনার সাথে সম্পৃক্ত নয় বরং এটি গত বছর চাঁদপুরের একটি পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের ঘটনার। ২০২১ সালের ১৪ই অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা চলাকালে কুমিল্লায় একটি পূজামণ্ডপের বাইরে কোরআন অবমাননার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া বিক্ষিপ্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। তন্মধ্যে চাঁদপুরে একটি পূজামণ্ডপে হামলার পর ছবিটি ধারণ করা হয়।
রিভার্স ইমেজ সার্চ করে ছবিটি গত বছরের ১৪ অক্টোবর প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সাথে খুঁজে পাওয়া গেছে। তন্মধ্যে বিবিসি বাংলায় "কুমিল্লার পূজামণ্ডপে কোরআন পাওয়ার জের ধরে চাঁদপুরেও হামলা, সংঘর্ষে ৪ জন নিহত" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে আলোচ্য ছবিটি দেখুন--
এছাড়া, একই দিন অর্থাৎ গত বছরের ১৪ই অক্টোবর অনলাইন সংবাদমাধ্যম 'বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম'-এ প্রকাশিত এ সংক্রান্ত একটি খবরের সাথেও আলোচ্য ছবিটি দেখুন--
অর্থাৎ ছবিটি বাগেরহাটে মোড়লগঞ্জে সম্প্রতি হিন্দু বাড়িতে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত নয় বরং এটি গত বছর কোরআন অবমাননাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষিপ্ত সাম্প্রদায়িক সহিংসতার সময় চাঁদপুরে একটি পূজামণ্ডপে হামলার ঘটনার।
এদিকে, "যুবলীগ নেতার নেতৃত্বেই হিন্দু বাড়িতে হামলা" শিরোনামে খবরটির তথ্য আলাদাভাবে যাচাই করে দেখেনি বুম বাংলাদেশ। কেবল সংবাদটির সাথে ব্যবহৃত ছবিটি যাচাই করে দেখা হয়েছে।
সুতরাং ২০২১ সালে সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত একটি পূজামণ্ডপের ছবিকে বাগেরহাটে সম্প্রতি এক হিন্দু বাড়িতে হামলার খবরের সাথে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।