ইসরায়েলের পতাকা মোড়ানো কফিনের ছবিটি প্রতীকী
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি হামাসের হাতে অপহৃত ও নিহত ইসরায়েলিদের প্রতীকী কফিন নিয়ে প্রতিবাদ সমাবেশকালে ধারণ করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে ইসরায়েলি পতাকা মোড়ানো সারিবদ্ধভাবে রাখা কয়েকটি কফিনের একটি ছবি শেয়ার করে বলা হয়, কফিনগুলো ইসরায়েলে ইরানের চালানো সাম্প্রতিক হামলায় নিহতদের। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২ অক্টোবর 'কাঠগোলাপ - Kathgolap' নামে একটি ফেসবুক গ্রুপে 'A.B. M. Shuvo' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "আলহামদুলিল্লাহ এমন সকাল প্রতি-দিন আসুক!🤲"। পোস্টটিতে ইসরায়েলের পতাকা দিয়ে মোড়ানো বেশকিছু কফিন দেখতে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ইসরায়েলের পতাকা মোড়ানো কফিনের ছবিটি হামলায় নিহতদের নয়। গতবছরের অক্টোবর মাসে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হাতে অপহৃত এবং পরবর্তীতে নিহতদের স্মরণে ইসরায়েলের রাজধানী তেলআবিবের হাবিমা স্কয়ারে ইসরায়েলের পতাকা দিয়ে মোড়ানো কফিন নিয়ে গত ৬ সেপ্টেম্বর অবশিষ্ট বন্দীদের মুক্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন প্রতিবাদকারীরা। প্রতিবাদ সমাবেশ চলাকালে আলোচ্য ছবিটি ধারণ করা হয়।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের ওয়েবসাইটে গত ৬ সেপ্টেম্বর "‘Government of blood’: Protesters stage mock funeral for slain hostages, demand deal" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, "গাজায় ছয় জিম্মিকে হত্যার টানা পঞ্চম রাতের প্রতিবাদে হামাসের হাতে নিহত বন্দীদের ২৭টি প্রতীকী কফিন নিয়ে তেল আবিবের আইডিএফ সদর দপ্তরে হাজারো মানুষ মিছিল করেছে"। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ইসরায়েলভিত্তিক আরেকটি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক্স (সাবেক টুইটার) একাউন্টে গত ৫ সেপ্টেম্বর ভিন্ন এঙ্গেল থেকে ধারণকৃত একই একই কফিনের সারির আরেকটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা হয়, "বৃহস্পতিবার বিকেলে তেল আবিবের হাবিমা স্কোয়ারে বিক্ষোভকারীরা"। এক্স পোস্টটি দেখুন--
Protesters at Habima Square in Tel Aviv on Thursday afternoon. 📸: Chen G. Schimmel pic.twitter.com/tupRKYxxf6
— The Jerusalem Post (@Jerusalem_Post) September 5, 2024
এবারে, আলোচ্য ছবিটি (বামে) এবং জেরুজালেম পোস্টের ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজ ও নর্ম হাবেরেও একই তথ্যসহ আলোচ্য কফিনগুলোর ছবি খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য, গত ১ অক্টোবর ইসরায়েলে মিসাইল হামলা চালায় ইরান।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ইসরায়েলের পতাকা মোড়ানো কফিনের আলোচ্য ছবিটি প্রতীকী। উল্লেখ্য গত ১ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইরান, এতে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে একজনের নিহত হওয়ার কথা জানা গেলেও বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি।
সুতরাং ভিন্ন ঘটনায় ব্যবহৃত ইসরায়েল এর পতাকায় মোড়ানো প্রতীকী কফিনের ছবিকে ইরানের সাম্প্রতিক হামলায় নিহত ইসরায়েলিদের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।