সালমান খানের হাতে থাকা ফ্রেমের ছবিটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, বলিউড তারকা সালমান খানের হাতে থাকা ফ্রেমে এডিট করে সালমান শাহের স্কেচ ছবি যুক্ত করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বলিউডের অভিনেতা সালমান খানের হাতে বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহ এর ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩ মার্চ 'A Zaman' নামের ফেসবুক পেজ থেকে "পৃথিবীর সবচেয়ে দামী ছবি" ক্যাপশনে একটি ছবি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। সালমান খানের হাতে থাকা ফ্রেমের ভিন্ন একটি ছবি এডিট করে সালমান শাহ এর স্কেচ ছবি যুক্ত করে দেওয়া হয়েছে। মূল ছবিতে বলিউড অভিনেতা সালমান খানের হাতে থাকা ফ্রেমে তার ও তার মায়ের ছবির স্কেচ দেখা যায়।
আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ছবি ও ক্ষুদে ভিডিও ভিত্তিক সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে 'pamelyi' নামের একটি অ্যাকাউন্টে ২০১৭ সালের ৪ ডিসেম্বর মূল ছবি সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটির ক্যাপশন ও হ্যাশট্যাগের শব্দগুলো ইঙ্গিত করে তিনি ছবিটি এঁকেছেন এবং সেই ছবির ফ্রেম প্রদর্শন করায় সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন। তার (Pameli Kayal) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আরো খুঁজে দেখা যায় তিনি একজন চিত্রশিল্পী এবং ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর তিনি একই অ্যাকাউন্টে আলোচ্য মূল ছবি সহ বেশ কয়েকটি ছবি যুক্ত করে আরো একটি পোস্ট করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য ছবিটি (বামে) ও Pameli Kayal এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া মূল ছবির (ডানে) মধ্যে তুলনা দেখুন--
অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আলোচ্য ছবিটি এডিট করে তৈরি করা হয়েছে। সম্পাদিত ছবিতে সালমান শাহের স্কেচ ছবির মূল ছবিটি দেখুন এখানে।
এদিকে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে মায়ের সাথে তাঁর স্কেচটি সালমান খান নিজেই এঁকেছিলেন। সার্চ করে সালমান খান মাঝে মধ্যে ছবি আঁকেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। ছবিটির বিষয়ে Pameli Kayal কে-ও বুম বাংলাদেশের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে আর্টিকেলে আপডেট করে দেওয়া হবে। যদিও পামেলি কায়ালের আঁকা অন্যান্য ছবিতে উল্লেখ থাকা স্বাক্ষরের সাথে সালমান খানের হাতে থাকা স্কেচটির স্বাক্ষর মার্কের মিল পাওয়া গেছে। এতে প্রতীয়মাণ হয় যে পামেলি কায়াল নিজেই ছবিটি এঁকেছেন। স্বাক্ষর এর তুলনামূলক চিত্র দেখুন--
অর্থাৎ বডিউড সুপার স্টার সালমান খানের হাতে থাকা ফ্রেমের একটি স্কেচকে এডিট করে বাংলাদেশের প্রয়াত নন্দিত অভিনেতা সালমান শাহের স্কেচ বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে সালমান খানের হাতে থাকা একটি ফ্রেমের ছবি এডিট করে সালমান শাহের স্কেচ বসিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।