হাতির সিংহশাবককে বহনের ছবিটি বাস্তব নয় বরং ফটোশপে তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, ২০১৮ সালে এপ্রিল ফুল উপলক্ষ্যে তিনটি আলাদা ছবিকে এডিট করে যুক্ত করে ভাইরাল ছবিটি বানানো হয়।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে হাতি, সিংহ ও সিংহশাবকের সমন্বয়ে একটি ছবি পোস্ট করে সেটিকে 'মানবিকতার দৃষ্টান্ত' দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯শে এপ্রিল 'Bangladesh Senior Citizens' Forum (বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম)' নামের একটি গ্রুপে 'Uma Saha' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিটির নিচে লেখা রয়েছে, 'ছবিটি তোলা হয়েছিলো সাভানায়। একটি সিংহশাবক সেখানকার তপ্ত রোদের মধ্যে চলতে পারছিলো না দেখে একটি হাতি তাকে শুড়ে করে তুলে নিয়ে বাকি পথ এগিয়ে দেয়।' ছবিটি পোস্ট করে লিখা হয় 'মানবিকতার দৃষ্টান্ত'। পোস্টের স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রকৃতপক্ষে ছবিটি এডিট করা। ছবিটির তিনটি প্রাণীই আলাদা আলাদাভাবে ক্যামেরায় ধরা পড়েছিল ভিন্ন ভিন্ন সময়ে।
ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ২০১৮ সালের ১ এপ্রিল সাউথ আফ্রিকার Kruger National Park সর্বপ্রথম তাদের টুইটার একাউন্টে উক্ত ছবিটি পোস্ট করে। পোস্টে বলা হয়,
"We were following a lioness carrying her cub & she was getting really tired. An elephant showed up wanting to help the lioness. The elephant put its trunk down, the cub jumped up & the elephant carried the lion cub!!
S28, 3km from S entrance
Tinged by Sloof Lirpa"
লক্ষ্য করুন, পোস্টের সর্বশেষ দুটি শব্দ Sloof Lirpa-কে উল্টো করে লিখলে হয় April fools. এটি ছিল মূলত পাঠককে ১ এপ্রিল উপলক্ষে বোকা বানানোর জন্য Kruger National Park কর্তৃপক্ষের করা একটি মজা যেটি রাতারাতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তাদের টুইটার পোস্টটি দেখুন--
ছবিটি যে ফটোশপে বানানো সেটি এর পরদিন অর্থ্যাৎ ২ এপ্রিল Kruger National Park এর প্রতিষ্ঠাতা Nadav Ossendryver নিজেই এক টুইটার পোস্টে উল্লেখ করেন। পোস্টটি দেখুন--
প্রকৃতপক্ষে, আলোচ্য ছবিটি যে তিনটি পৃথক ছবিকে ফটোশপের মাধ্যমে একত্রিত করে তৈরি করা হয়েছিল, অর্থ্যাৎ হাতি, সিংহ ও সিংহশাবকের সেই তিনটি ছবি পৃথকভাবে খুঁজে পেয়েছে বুম বাংলাদেশ।
ছবির হাতিটিকে সার্চ করে Wikimedia Commons-এ 'Savanna elephant "Loxodonta africana" in Kruger National Park, South Africa' শিরোনামে খুঁজে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ২০০৫ সালের ২০ আগস্ট Kruger National Park-এ ওই ছবিটি তোলা হয়। স্ক্রিনশট দেখুন--
Wikimedia Commons-এ পাওয়া হাতিটির ছবির সাথে আলোচ্য ছবির হাতিটির পাশাপাশি তুলনা দেখুন--
সিংহীর ছবিটি ২০১২ সালের ২ মে প্রকাশিত 'LondolozI' নামে একটি ব্লগসাইটে খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এবারে, প্রকৃত ছবিটির সিংহীর সাথে আলোচ্য ছবিটির সিংহীর পাশাপাশি তুলনা দেখুন--
আন্তর্জাতিক তথ্য-যাচাইকারী সংস্থা স্নোপস্ ১৮ সেপ্টেম্বর ২০১৮ প্রকাশিত এক ফ্যাক্টচেক প্রতিবেদনে জানায়, অস্ট্রেলিয়ার ভেরিবি ওপেন রেঞ্জ চিড়িয়াখানাতে সিংহশাবকের ছবিটি ধারণ করা হয়। স্নোপস্ এর প্রতিবেদনে দেখানো তুলনার স্ক্রিনশট দেখুন--
আলোচ্য ছবিতে থাকা প্রাণীগুলো তিনটি আলাদা ছবিতেই চিহ্নিত করা গেছে।
সাউথ আফ্রিকার সংবাদ পোর্টাল SApeople News তাদের ওয়েবসাইটে 'Elephant Carrying Lion Cub – Sloof Lirpa! Best April Fool's Joke Ever!' শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে যেখানে তারা এই ঘটনার উল্লেখ করেছে। সেখানে তারা স্পষ্ট করেই উল্লেখ করেছে যে, আলোচ্য ছবিটি আসলে ফটোশপের কারসাজি। দেখুন-
অর্থাৎ তিনটি পৃথক ছবিকে ফটোশপের মাধ্যমে এডিট করে এপ্রিল ফুল উপলক্ষে পাঠককে বোকা বানানোর জন্য আলোচ্য ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছিল।
সুতরাং ফটোশপের মাধ্যমে তৈরি করা ছবিকে বাস্তব ছবি দাবি করে ফেসবুকে 'মানবিকতার দৃষ্টান্ত' হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।