পানিতে ডুবন্ত শিশুর ছবিটি প্রতীকী
বুম বাংলাদেশ দেখেছে, এটি সত্যিকারের ডুবন্ত শিশুর ছবি নয় বরং ডুবন্ত শিশুর চিত্র বোঝাতে প্রতীকী ছবি হিসেবে ব্যবহৃত হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ডুবন্ত শিশুর ছবি শেয়ার করে বলা হচ্ছে, এমন করুন পরিস্থিতি দেখতে হবে কখনো ভাবিনি। সিলেটের সাম্প্রতিক বন্যার ঘটনাকে সম্পৃক্ত করে শেয়ার করা এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৯ জুন 'Rain - বৃষ্টি' নামের একটি পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়, 'কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি! 😭 এমন করুন পরিস্থিতি দেখতে হবে কখনো ভাবিনি 🙂 - আল্লাহ সবাইকে হেফাজত করুক! আমীন!❤'। পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি সিলেটের বন্যার সময়কার নয়। ছবিটি সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে 'ডুবন্ত শিশু'র প্রতীকী চিত্র হিসেবে বহু আগ থেকেই ব্যবহৃত হয়ে আসছে।
রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ২০২১ সালের ৯ জুলাই Statewatch নামে বাংলাদেশে চালু জার্মানিভিত্তিক একটি অনলাইন গণমাধ্যমে 'পানিতে ডুবে মৃতদের ৮৩ শতাংশই শিশু, সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে' শিরোনামে করা একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি ব্যবহার করে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ২০২০ সালের ১৭ জুলাই করা একটি টুইটার পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে এই একই ছবি খুঁজে পাওয়া যায়। টুইটার পোস্টটি দেখুন---
এছাড়াও, ২০২১ সালের ৮ অক্টোবর সংবাদপত্র দৈনিক যুগান্তরে 'খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু' শিরোনামে করা একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ছবিটি কয়েক বছর আগে থেকে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে 'ডুবন্ত শিশু'র প্রতীকী অর্থে ব্যবহৃত হয়ে আসছে। তবে ছবিটির প্রকৃত উৎস বুম বাংলাদেশ খুঁজে না পেলেও এটি নিশ্চিত যে ছবিটি কোনভাবেই সিলেটে বা সুনামগঞ্জে চলমান বন্যার সাথে সম্পৃক্ত নয়।
সুতরাং 'ডুবন্ত শিশু'র একটি প্রতীকী ছবিকে সিলেট ও সুনামগঞ্জের চলমান বন্যার সময়ের বাস্তব ছবি বলে প্রচার করা বিভ্রান্তিকর।