চার সন্তানকে নিয়ে কাদামাটিতে মায়ের শুয়ে থাকার ছবিটি বাস্তব নয়
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম থ্রেডসে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে এটাই মায়ের জীবন। ছবিতে দেখা যাচ্ছে, চার সন্তানকে নিয়ে কাদামাটিতে শুয়ে ঘুমিয়ে আছেন এক অসহায় মা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে। একই ছবি ব্যবহার করে প্রকাশিত এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। এরকম কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত .১৫ জুন 'dr.ashman.acharath' ইউজার নেম এর থ্রেডস অ্যাকাউন্ট থেকে "That's the life of a mother.." লিখে আলোচ্য ছবিটি সহ একটি ইনস্টাগ্রাম লিংক পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটি পর্যবেক্ষণ করে বাস্তব ছবির সাথে সাংঘর্ষিক ও এআই ব্যবহার করে তৈরি করা ছবির কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পরবর্তীতে এআই ছবি সনাক্তের টুলস 'হাইভ' ব্যবহার করে ছবিটি যাচাই করলে টুলসটি ছবিটিকে সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি হিসেবে ফলাফল দিয়েছে। দেখুন--
এছাড়াও, এআই ছবি সনাক্তের আরেক টুলস 'ইজ ইট এআই' ব্যবহার করে ছবিটি যাচাই করলে টুলসটি ছবিটিকে সম্ভাব্য এআই প্রযুক্তিতে তৈরি হিসেবে ফলাফল দিয়েছে। দেখুন--
অর্থাৎ ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য ছবিটিকে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বলেও পোস্ট করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সুতরাং এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।