ছবির বাড়িটি হযরত ফাতিমা (রা.) এর নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি মাটি দিয়ে তৈরি করা তুরস্কের একধরণের ঐতিহ্যবাহী বাড়ির।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কন্যা ফাতিমা (রা.)-এর বাড়ি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ এপ্রিল 'স্বপ্নের নবীনগর-মানবতার কল্যাণে' নামের একটি ফেসবুক গ্রুপে 'Md Faysal Mahmud' নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "হযরত মুহাম্মদ(সাঃ) এর আদরের কন্যা। জান্নাতি নারীদের সর্দারীনি মা ফাতেমার বাড়ি। #_সুবাহানআল্লাহ 🥰"। এছাড়া, ছবিটির উপরে লেখা হয় "মা ফাতিমার বাড়ি প্রথম বার দেখলে আমিন"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিতে দৃশ্যমান বাড়িটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সানলিউরফা প্রদেশের হারান শহরের মাটি দিয়ে তৈরি করা এক ধরণের ঐতিহ্যবাহী বাড়ি।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট এলামিতে একটু ভিন্ন দিক থেকে তোলা আলোচ্য ছবির মত একটি ঘরের ছবি খুঁজে পাওয়া যায়। ওই ছবির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি তুরস্কের সানলিউরফা প্রদেশের হারান শহরে মাটি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী মৌচাক আকৃতির ঘরের। তুরস্কের ওই অঞ্চলটি ৩০০০ বছর আগে মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত ছিল বলে ধারণা করা হয়। স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ছবি (বামে) এবং এলামি থেকে প্রাপ্ত ছবিটির (ডানে) তুলনামূলক মিল দেখুন--
এছাড়াও, আরেকটি অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট agefotostock-এর ওয়েবসাইটেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়, যেখানে ছবিটি সম্পর্কে একই বর্ণনা দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত অঞ্চল বর্তমান তুরস্কের সানলিউরফা প্রদেশের হারান শহরের একটি বাড়ির ছবি এটি।
সুতরাং তুরস্কের হারান শহরের একটি গ্রামের মাটির তৈরি স্থানীয় ঐতিহ্যবাহী একটি বাড়ির ছবিকে নবীজির কন্যা ফাতিমা (রা.)-র বাড়ির ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।