বাংলাদেশের বিমানবন্দরে দক্ষিণ এশিয়ার প্রথম ই-গেট চালু হয়নি
বুম বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের আগেই ভারত ও মালদ্বীপের বিমানবন্দরে ই-গেট চালু করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই-গেট চালু করেছে বাংলাদেশ। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৮ জুন 'ALAL's Samprotik Hour' নামের একটি গ্রুপে 'Alamin Hosain' নামের একটি আইডি থেকে একটি পোস্ট করে লেখা হয়, "দক্ষিণ এশিয়ার প্রথম ই-গেট চালু করল বাংলাদেশ"। পোস্টটির স্ক্রিনশট দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বাংলাদেশ গত ৭ জুন প্রথমবারের মত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট চালু করে। তবে, সেটি দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে নয় বরং এর আগেই মালদ্বীপ ২০১৬ সালে এবং ভারত ২০২০ সালে তাদের বিমানবন্দরে ই-গেট চালু করে।
কী ওয়ার্ড সার্চ করে মালদ্বীপের সরকারি দপ্তর Maldives Immigration-এ ২০১৬ সালের ২৬ জানুয়ারি 'President Launches Biometric Passport and Immigration Auto-Gate Service' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় যেখানে স্পষ্ট উল্লেখিত হয়েছে, President Abdulla Yameen Abdul Gayoom has this evening launched the new biometric passport and immigration auto-gate service in the Maldives. অর্থ্যাৎ, তৎকালীন প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুম সেদিন সন্ধ্যায় বায়োমেট্রিক পাসপোর্ট এবং অটো-গেট সার্ভিস উদ্বোধন করেছেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন---
আরো সার্চ করে ভারতের 'THE ECONOMIC TIMES' পত্রিকায় ২০২০ সালের ১ জুলাই 'Delhi airport launches E-gate pass facility at Cargo terminal' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে বলা হয়েছে, মানুষের মধ্যে পারস্পরিক সংস্পর্শ এড়ানোর জন্য দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে ই-গেট পাস সুবিধা চালু করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
২০২১ সালে দিল্লিতে যাত্রীদের জন্য ই-গেট সেবা চালু করা হয়। ২০২১ সালের ১৩ ডিসেম্বর 'THE TIMES OF INDIA' পত্রিকায় 'DIAL introduces e-boarding facility at Delhi airport' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, দিল্লি বিমানবন্দরে Delhi International Airport Limited বা DIAL দিল্লি বিমানবন্দরে যাত্রীদের জন্য প্রথমবারের মতন ই-বোর্ডিং চালু করেছে। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ, বাংলদেশের বিমানবন্দরে ই-গেট চালু করার আগেই দক্ষিণ এশিয়ার আরো দুটি দেশ মালদ্বীপে ২০১৬ সালে এবং ভারতের বিমানবন্দরে ২০২০ সালে ই-গেট চালু করা হয়।
সুতরাং, বাংলাদেশের বিমানবন্দরে সম্প্রতি চালু করা ই-গেটকে দক্ষিণ এশিয়ার প্রথম ই-গেট হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।