ছবিতে দৃশ্যমান আহত ছাত্রী মারা যাননি
হামলায় রক্তাক্ত এই ছাত্রীর নাম সানজিদা তন্নী, তিনি এখন সুস্থ আছেন বলে বুম বাংলাদেশকে জানিয়েছেন তাঁর বাবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মেয়ের গুরুতর আহত অবস্থার ছবি পোস্ট করে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছবির এই ছাত্রী মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৬ জুলাই ‘মোহাম্মদ শামীম হোসেন’ নামের অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত তানিয়া আক্তার মীম ইন্তেকাল করছেন। মাদারীপুর জেলার, কালকিনি উপজেলার খাসেরহাট ইউনিয়ন এর মেয়ে তানিয়া। সে মাদারীপুর সরকারী কলেজের HSC Batch-2019 এর ছাত্রী ছিলো।"পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। সানজিদা তন্নীর বাবা বুম বাংলাদেশকে জানিয়েছেন, তাঁর মেয়ে এখন সুস্থ আছেন এবং ঢাকায় এক আত্মীয়ের বাসায় তিনি অবস্থান করছেন।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ফেসবুকে 'সুস্মিতা সালাম শৈলী' নামের একটি অ্যাকাউন্ট থেকে গত ১৬ জুলাই আলোচ্য ছবিটির মূল ভার্সনের ছবি সহ আরো দুটি ছবি যুক্ত করে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, "রাতে বলার মত কোনো ভাষা পাইতেছিলাম না। এখনও লিখতে গেলে হাত কাপে। আমার বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু, একমাত্র বন্ধু। যেমন গর্ব হইতেছে বলতে, তেমন ভাবে আরও বেশি লজ্জা হইতেছে নিজের দিকে তাকাইতে। তোর ওপর রেস্পেক্ট সবসময় বেশিই ছিলো, আরও বাইড়া গেলো তন্নী"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টটিতে আলোচ্য ছবির মেয়েটির নাম উল্লেখ করা হয় তন্নী। এছাড়াও পোস্টটিতে 'Sanjida A. Tanney' নামের একটি অ্যাকাউন্টকে ট্যাগও করা হয়। পোস্টটির কমেন্টে পোস্টকারী লিখেছেন, "তন্নি সুস্থ আছে, সেইফ আছে। ফেইক নিউজ ছড়ানো থেকে দয়া করে বিরত থাকুন। অনুরোধ রইলো"। পোস্টটির প্রিভিউ দেখুন--
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মেয়েটিকে নিজেদের পরিচিত-সহপাঠি হিসেবে উল্লেখ করে আরো কিছু পোস্ট (১,২,৩) পাওয়া যায়। সকলেই তাঁর নাম Sanjida A. Tanney (সানজিদা তন্নী) হিসেবেই উল্লেখ করেছেন। পোস্টগুলোর কোলাজ স্ক্রিনশট দেখুন-
অর্থাৎ আলোচ্য আহত মেয়েটির নাম সানজিদা তন্নী, তানিয়া আক্তার মীম নয়।
পরবর্তীতে এই তথ্যের সূত্র অনুযায়ী অনুসন্ধানের মাধ্যমে তাঁর পিতা মেজবাহ উদ্দিন কবির মৃধা এর সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। তিনি জানান, তাঁর মেয়ে সানজিদা তন্নী এখন সুস্থ আছে এবং ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছে। তন্নী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী।
অর্থাৎ আলোচ্য পোস্টে দৃশ্যমান আহত মেয়ের নাম সানজিদা তন্নী, তিনি মারা যাননি বরং এখন সুস্থ আছেন।
সুতরাং সামাজিক মাধ্যমে 'সানজিদা তন্নী' এর ছবি ব্যবহার করে ভিন্ন এক নাম জুড়ে দিয়ে তাঁর মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।