ভিডিওতে দৃশ্যমান নৃত্যরত ব্যক্তি বিরাট কোহলি নন
বুম বাংলাদেশ দেখেছে, বিরাট কোহলি অযোধ্যার রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাননি বরং কোহলির মতো দেখতে একজন যুবকের ভিডিও এটি।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সম্প্রতি ভারতের অযোধ্যায় আলোচিত রামমন্দির উদ্বোধনের সময়ে মন্দির চত্বরে নেচেছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৪ জানুয়ারি 'Chandan Tantra' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে "আশ্চর্যজনক। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি অযোধ্যার রাম মন্দির চত্বরে নাচলেন 👇 জয় বজরংবলি🚩” ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি দেশটির অযোধ্যায় সম্প্রতি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যাননি বরং বিরাট কোহলির মতো দেখতে একজন যুবকের নাচের ভিডিওকে কোহলির বলে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় গণমাধ্যম 'ইন্ডিয়া টাইমস'-এ গত ২২ জানুয়ারি "Why Did Virat Kohli And Anushka Sharma Skip Ram Mandir's 'Pran Pratishtha' Ceremony In Ayodhya?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেননি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। পাশাপাশি কয়েকজন অভিনেতা আমন্ত্রণ পাননি বলে অভিযোগ রয়েছে এবং কয়েকজন অভিনেতা-পরিচালক অনুষ্ঠানে যোগ দিতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন" (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
যেহেতু বিরাট কোহলি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন না আবার আলোচ্য ভিডিও পর্যবেক্ষণে ব্যক্তিটিকে কোহলির ন্যায় দেখতে মনে হওয়ায় সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম 'এশিয়ানেট নিউজ' এর বাংলা সংস্করণের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৪ জানুয়ারি পোস্ট করা একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। "ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে মাথায় ক্যাপ টুপি এবং অবিকল বিরাট কোহলির মত একটি চকচকে সানগ্লাস পরে অযোধ্যার রাম মন্দির চত্বরে হাজির হয়েছেন এক যুবক। তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য উদ্দাম উন্মাদনা বিরাটের ভক্তদের মধ্যে।" ক্যাপশনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের দিন বেশভুষায় বিরাট কোহলির মত দেখতে অবিকল এক ব্যক্তি অযোধ্যায় রামমন্দির চত্বরে হাজির হন। উক্ত পোস্টের স্ক্রিনশট দেখুন--
আলোচ্য পোস্টের ভিডিওর ব্যক্তির সাথে বিরাট কোহলির মতো দেখতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে আসা ব্যক্তির এবং তার পোশাকের হুবহু মিল পাওয়া যায়। আলোচ্য ভিডিওর ব্যক্তির স্থিরচিত্র (ডানে) ও এশিয়ানেট নিউজের ভিডিও প্রতিবেদনে ব্যক্তির (বামে) স্থিরচিত্রের তুলনামূলক মিল দেখুন--
অর্থাৎ বিরাট কোহলি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাননি বরং বিরাট কোহলির মতো দেখতে একজন যুবকের নাচের ভিডিও এটি।
সুতরাং ফেসবুকে বিরাট কোহলির মতো দেখতে এক যুবকের নাচের ভিডিও অযোধ্যায় রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিরাট কোহলির বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।