পুরোনো ভিডিওকে চলমান কাতার বিশ্বকাপে ইসলাম গ্রহণের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি কয়েক বছর ধরেই অনলাইনে বিদ্যমান, তাই কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের হওয়ার সুযোগ নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওতে কাতার বিশ্বকাপে খেলা দেখতে যাওয়া যাওয়া ফুটবল ভক্তদের ইসলাম গ্রহণের দৃশ্য দেখা যাচ্ছে। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১ ডিসেম্বর 'Safikul Islam' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ফুটেজটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "কাতারে একসাথে ১২০ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে সুম্মা আল হামদুলিল্লাহ এটাকেই বলে ইসলামের আলো"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক নয়, অন্তত ২০১৮ সাল থেকে ভিডিওটি অনলাইনে খুঁজে পাওয়া যায়। তাই ভিডিওটি কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের হওয়ার সুযোগ নেই।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে, 'Lama Ammar' নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৮ সালের ১১ মার্চ আপলোড করা হয়। ভিডিওটিতে দেয়া আরবি ভাষার শিরোনামের স্বয়ংক্রিয় অনুবাদ করে দেখা যায় সেখানে লেখা আছে, "কাতারের দোহার আল শাহানিয়ায় চ্যালেঞ্জার কোম্পানিতে এখন ৬০ ফিলিপিনো ইসলাম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।"
একই ঘটনার অন্য একটি এঙ্গেল থেকে ধারণ করা ভিডিও খুঁজে পাওয়া গেছে ইউটিউবে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছিল তা নিশ্চিত হতে পারেনি বুম বাংলাদেশ।
বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং ২০১৮ সালে আপলোড করা ইউটিউব ভিডিওর (ডানে) তুলনা দেখুন--
অর্থাৎ নিশ্চিতভাবেই ভিডিওটি সাম্প্রতিক নয় বরং অন্তত ৪ বছর পুরোনো।
সুতরাং চার বছর পুরোনো একটি ভিডিওকে চলমান কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ এর সাথে জুড়ে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।