ক্রিস্টিয়ানো রোনালদোকে সোনার বাইক উপহার দেওয়ার দাবিটি ভিত্তিহীন
বুম বাংলাদেশ দেখেছে, মোটর বাইকটি ফয়সাল আবু সারা নামে এক ব্যক্তির, রোনালদোকে উপহার দেয়ার তথ্যটি ভিত্তিহীন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি সোনালী রংয়ের মোটর বাইকের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সৌদি আরবে সাত কোটি টাকার সোনার মোটর সাইকেল তৈরি করা হয়েছে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ মে "Sayed Biswas " নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "সাত কোটি টাকার সোনার মোটর সাইকেল সৌদি আরবে তৈরী হলো ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যে..!!" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি ভিত্তিহীন।
কি-ওয়ার্ড ধরে একাধিকবার সার্চ করার পরও, ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে সোনায় মোড়ানো মোটর বাইক উপহার দেয়া সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। সাধারণত এ ধরণের কোনো ঘটনা ঘটলে তা ক্রিড়া বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে থাকে।
আলোচ্য ভিডিওটিতে ভালো করে লক্ষ্য করলে মোটর বাইকে পাশের সৌদি পতাকার উপর একটি ইন্সটা হ্যান্ডেলের ঠিকানা পাওয়া যায়।
এই সূত্রধরে faisal_abu_sara নামের ঐ ইন্সটাগাম হ্যান্ডেলে মোটর বাইকটির একাধিক ভিডিও ও ছবি খুঁজে পাওয়া যায়। ফয়সাল নামে ঐ ব্যক্তিকে বাইকটি নিয়ে বিভিন্ন বাইক শো'তে উপস্থিত থাকারও প্রমাণ পাওয়া যায়। আবার কিছু ভিডিওতে বাইক রেসের প্রতিযোগিতার পুরষ্কারও গ্রহণ করতে দেখা যায় তাকে।
আলোচ্য ভিডিওটিতে দেখতে পাওয়া পাওয়া বাইক এবং faisal_abu_sara নামে ইন্সটাগাম হ্যান্ডেলে দেখতে পাওয়া বাইক যে একই এর প্রমাণ পাওয়া যায় বাইকের নম্বর প্লেট থেকে। দুটি স্থানেই বাইকের নম্বর প্লেট একই। ফয়সালের ইন্সটাগ্রাম একাউন্টে পাওয়া বাইকের নম্বর প্লেট (বামে) এবং ফেসবুকে আলোচ্য ভিডিওতে দেখতে পাওয়া বাইকের নম্বর প্লেটের সাদৃশ্য দেখুন--
অর্থাৎ এটি ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে উপহার দেয়া বাইক নয় বরং ফয়সাল আবু সারা নামে একজন বাইকারের মোটর বাইক। তবে এই বাইকটি সোনা দিয়ে তৈরি কিনা তার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়না।
সুতরাং ফয়সাল নামে একজন বাইকারের মোটর বাইককে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে উপহার দেয়ার জন্য সোনার তৈরি বাইক দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।