জাপানে স্থূলতা 'অপরাধ' দাবিটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, জাপানে স্থূলতা দণ্ডনীয় অপরাধ নয় তবে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার আইন রয়েছে।
সামাজিক মাধ্যমে ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, জাপানে বসবাসকারী কোনো ব্যক্তির ওজন বৃদ্ধি পেলে তাকে জেলে যেতে হয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ মে "Unexpected-অপ্রত্যাশিত" নামে একটি ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, "জাপানে কেউ মোটা হয়ে গেলে তাকে জেলে যেতে হয়; তা মাত্র জানা আমি..! 😒😩" । অর্থ্যাৎ, ওই পোস্টটিতে দাবি করা হয়েছে, জাপানে মোটা হয়ে যাওয়া বা ওজন বৃদ্ধিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাপানে ওজন বেশি হওয়া দণ্ডনীয় অপরাধ নয়। তবে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য "Metabo Law" নামে নিয়মিত পরীক্ষা-নীরিক্ষার আইন রয়েছে। আইনটি ২০০৮ সালের জানুয়ারি থেকে প্রচলিত রয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে জাপান জাঙ্কি নামে একটি ওয়েবসাইটে "Is It Illegal To Be Fat In Japan?" শিরোনামে একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধ থেকে জানা যায়, জাপানে তাদের ওজনের জন্য লোকেদের ব্যক্তিগতভাবে শাস্তি দেওয়া হয় না - অন্তত, আইনিভাবে নয়। তবে, মেটাবো আইন নামে পরিচিত একটি আইন আছে যা ২০০৮ সাল থেকে দেশটিতে চালু রয়েছে। মেটাবো আইনের লক্ষ্য হল ৪০ থেকে ৭৪ বছর বয়সী নাগরিকদের কোমরের আকারের পদ্ধতিগত পর্যবেক্ষণের মাধ্যমে জাপানে স্থূলতা এবং অন্যান্য বিপাকীয় ব্যাধি নির্মূল করা। অর্থ্যাৎ মেটাবো আইনের অধীনে ৪০ থেকে ৭৪ বছর পর্যন্ত সকল ব্যক্তিকে নিজের কোমরের মাপের উপরে নিয়ন্ত্রণ আনতে হয়। স্থুলতা এবং ওজন বৃদ্ধিজনিত অসুস্থতা থেকে রক্ষা পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট ওজনসীমার বাইরে চলে যান, তাহলে কী হবে সেটাও জানানো হয়েছে ওই নিবন্ধে। নিবন্ধটিতে জানানো হয়, "ব্যক্তিকে "লাইফস্টাইল" পরিবর্তনের জন্য বলা হবে। এতে কাউন্সেলিংসহ পেশাদারদের কাছ থেকে পুষ্টি ও শরীরচর্চার পরামর্শ অন্তর্ভুক্ত থাকবে। জাপানে স্থূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য বিশেষভাবে ডিজাইন করা অনেক ব্যায়াম ক্লাস পাওয়া যায়, তন্মধ্যে অনেকগুলো মেটাবো থিমযুক্ত গানের সাথে আকর্ষণীয় গানগুলোকে অন্তর্ভুক্ত করে।" তবে, পুরো নিবন্ধে ব্যক্তিকে ওজন বেশি হওয়ার কারণে অপরাধী সাব্যস্ত করা বা জরিমানা করার কথা বলা হয়নি। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট জ্যাকসনভিলে "Fact Check: Is it illegal for Japanese residents to be overweight?" শিরোনামে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদনেও বলা হয়েছে, জাপানে মোটা হওয়াটা অপরাধ নয়। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ জাপানে ওজন নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ২০০৮ সালে চালু করা মেটাবো আইন প্রচলিত আছে। এই আইনের অধীনে ৪০ বছরের উপরে এবং ৭৪ বছরের নিচে থাকা প্রত্যেক ব্যক্তিকে ওজন নিয়ন্ত্রণ রাখতে হয়। এছাড়া নিয়মিতভাবে শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করতে হয়। তবে ওজন বেশি হলে কোনো ব্যক্তিকে জেল বা জরিমানার সম্মুখীন হতে হয় না।
সুতরাং জাপানে মোটা হলে জেলে যেতে হয় এরকম চটকদার দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।