সরকার ২৫ হাজার টাকা করে ইদ উপহার দেয়ার দাবিটি ভিত্তিহীন
বুম বাংলাদেশ দেখেছে, সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার ব্যাপারে কোন নির্ভরযোগ্য সূত্রে জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্টে করে দাবি করা হচ্ছে, ইদুল আযহা উপলক্ষে বিকাশের মাধ্যমে বাংলাদেশ সরকার অসহায় মানুষদের ২০ থেকে ২৫ হাজার টাকা করে উপহার দিচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ২৭ মে 'Dayalu Khan' নামের একটি আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "ঈদুল আযহা উপলক্ষে সরকার ২০-২৫ হাজার টাকা করে দিচ্ছে অসহায়দের।" নিচে পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি ভিত্তিহীন। কোনো ধরণের তথ্যসূত্র ছাড়াই দাবিটি প্রচার করা হচ্ছে। ইদুল আযহা উপলক্ষে সরকার কর্তৃক অসহায় মানুষদের ২৫ হাজার টাকা করে উপহার দেয়ার বিষয়ে নির্ভরযোগ্য কোনো মাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রথমত সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে ইদুল আযহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে অসহায়দের মাঝে ২৫ হাজার টাকা উপহার দেয়া সংক্রান্ত কোনো খবর মূলধারার কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত প্রধানমন্ত্রী কার্যালয় বা সেবাকুঞ্জ (সেবা প্রদানে নিয়োজিত সরকারের সকল মন্ত্রণালয়/অধিদপ্তর/সংস্থার ওয়েবসাইট) ওয়েবসাইটের নোটিশ শাখাতেও এমন কোনো উপহারের ঘোষণা পাওয়া যায়নি।
আলোচ্য পোস্টে উপহারের টাকা বিকাশের মাধ্যমে দেওয়ার কথা বলা হলে সে ব্যাপারে জানতে কি-ওয়ার্ড সার্চ করে বিকাশের ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজে অনুসন্ধান করেও ইদ উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে এমন অর্থ সহায়তা দেয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ফেসবুকে এমন দাবি ছড়িয়ে বিকাশের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে, এটি ভুয়া ও বিভ্রান্তিকর প্রতারণা বলে বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অর্থাৎ ইদুল আযহা উপলক্ষে বিকাশের মাধ্যমে সরকার অসহায় মানুষদের ২৫ হাজার টাকা করে উপহার দেয়ার দাবিটি ভিত্তিহীন ও প্রতারণাপূর্ণ।
প্রসঙ্গত, এর আগেও সরকার কর্তৃক সহায়তা, বিকাশ গ্রাহকদের অর্থ প্রদান, আড়ং এর উপহার ইত্যাদি সম্পর্কিত একাধিক গুজব শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে বুম বাংলাদেশ।
সুতরাং ইদুল আযহা উপলক্ষে সরকার অসহায়দের ২৫ হাজার টাকা অর্থ উপহার দিচ্ছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।