সাবিনা ইয়াসমিনের পুনরায় ক্যান্সার হওয়ার দাবিটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, সাবিনা ইয়াসমিন একটি গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় তার পুনরায় ক্যান্সার হয়নি বলে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে পোস্ট করে দাবি করা হচ্ছে, আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক ইত্তেফাকেরর ভেরিফায়েড ফেসবুক পেজ 'Daily Ittefaq'-এ একটি প্রতিবেদনের লিংক যুক্ত করে বলা হয়, "গত বছর শেষের দিকে আবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।" তবে, ফেসবুক পোস্টে যুক্ত লিঙ্কে ঢুকে এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তিনি এ ব্যাপারে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই'কে একটি অডিওবার্তা দেন। অডিওবার্তায় তিনি সুস্থ আছেন জানিয়ে পুনরায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেন। এছাড়া, রুটিন চেকআপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলেও জানান তিনি।
কি-ওয়ার্ড সার্চ করে চ্যানেল আই-এর ওয়েবসাইটে গত ২৪ ফেব্রুয়ারি "বিভ্রান্তি না ছড়াতে সাবিনা ইয়াসমিনের অনুরোধ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয় "চ্যানেল আইকে পাঠানো একটি অডিও বার্তায় সিঙ্গাপুরে নিজের চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত জানান এই কিংবদন্তী। সেই সাথে সবাইকে অনুরোধ জানান, তার চিকিৎসা নিয়ে যেন কেউ বিভ্রান্তি না ছড়ান।... তিনি বলেন, "আমি আপনাদের সাবিনা ইয়াসমিন। চ্যানেল আইয়ের মাধ্যমে আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, ২০০৭ সালে আমার অসুস্থতার কথা। তারপর থেকে প্রতিবছর নিয়মিত চেকাপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি৷ তবে এবার চেকাপে এসে আমার দাঁতের একটা সমস্যা দেখা যায়। চিকিৎসক আমাকে সেটা রিমুভ করতে বলেন। তারই প্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি ছোট একটা সার্জারির মাধ্যমে তা সম্পন্ন হয়।""। অর্থাৎ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন সাবিনা ইয়াসমিন। এছাড়াও ওই প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম কিংবা গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে অন্যদেরকেও বিভ্রান্ত না করতে অনুরোধ করেন এই সংগীতশিল্পী। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, সার্চ করে প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ২৫ ফেব্রুয়ারি "সিঙ্গাপুর থেকে সাবিনা ইয়াসমীনের অনুরোধ" শিরোনামে আরও একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, এই সংগীতশিল্পী নিজের নিয়মিত চেকআপের জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, সময় টেলিভিশন, দৈনিক সমকাল, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, আমাদের সময়, দেশ রূপান্তর এবং দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনেও একই সংবাদ খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ সাবিনা ইয়াসমিনের পুনরায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার দাবিটি সঠিক নয়।
উল্লেখ্য এর আগে ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হন সাবিনা ইয়াসমিন। পরবর্তীতে ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন তিনি।
সুতরাং সম্প্রতি সাবিনা ইয়াসমিন পুনরায় ক্যান্সার পুনরায় আক্রান্ত হয়েছেন মর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।