ভূমি সংক্রান্ত নতুন আইন পাসের দাবিটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, ভূমি সংক্রান্ত নতুন আইন পাসের জন্য বিল উত্থাপিত হলেও এখনো আইনটি জাতীয় সংসদে পাস হয়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ভূমি সংক্রান্ত নতুন আইন জাতীয় সংসদে পাস করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৭ সেপ্টেম্বর 'এডভোকেট জাহিদ চৌধুরী' নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে বলা হয়, "দলিল যার ভূমি তার আইন পাস সংসদে। দখলে থাকলেই মালিক নয়, থাকতে হবে দলিলসহ জমির প্রয়োজনীয় দস্তাবেজ। অন্যের জমি নিজের দখলে রাখা, ভুয়া বা মিথ্যা দলিল তৈরি এবং নিজ মালিকানার বাইরে অন্য কোনও জমির অংশ বিশেষ উল্লেখ করে দলিল হস্তান্তরে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে এই নতুন আইনটি করা হচ্ছে। এমন বিধান করতে সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিল তোলা হয়েছে। এদিন সংসদের বৈঠকে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল–২০২৩' উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ওই পোস্টে দাবি করা হয়, ভূমি সংক্রান্ত নতুন আইন জাতীয় সংসদে পাস হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভূমি সংক্রান্ত নতুন আইন পাসের জন্য গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। তবে, আইনটি এখনো জাতীয় সংসদে পাস হয়নি।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে "ভূমি অপরাধ আইন পাশের খবর গুজব: ভূমি মন্ত্রণালয়" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ এবং গেজেট প্রকাশিত হওয়ার খবরটি গুজব বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে বলা হয়, ভূমি অপরাধবিষয়ক আইন পাশের ভুয়া খবর ও গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার এ বিষয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ভূমি মন্ত্রণালয়।" স্ক্রিনশট দেখুন--
উক্ত প্রতিবেদনের সূত্র ধরে সার্চ করে ভূমি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি 'সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি' খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন' পাস হওয়ার দাবিটি গুজব বলে জানানো হয়েছে। পাশাপাশি ওই পোস্টে জানানো হয়, ভূমি সংক্রান্ত নতুন একটি আইন পাসের উদ্দেশ্যে প্রস্তুত ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন--
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদে ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিকার ও প্রতিরোধের উদ্দেশ্যে আইন প্রণয়নে একটি বিল প্রস্তাব করা হয়। তবে বিলটি এখনো আইন হিসেবে পাস হয়নি।
সুতরাং জাতীয় সংসদে নতুন ভূমি আইন পাস হয়েছে বলে ভুয়া তথ্য ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।