দ্যা কাশ্মীর ফাইলস চলচ্চিত্রের অস্কারে মনোনয়ন পাওয়ার দাবিটি মিথ্যা
বুম বাংলাদেশ দেখেছে, দ্যা কাশ্মীর ফাইলস অস্কারের রিমাইন্ডার লিস্টে স্থান পেয়েছে তবে এটি অস্কারে মনোনয়ন নিশ্চিত করে না।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ভারতের বহুল আলোচিত চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলস অস্কার পুরস্কারের জন্যে মনোনয়ন পেয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১২ জানুয়ারি 'Jagat Dam' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভারতীয় গণমাধ্যমের পোস্ট শেয়ার করে বলা হয়, "*****The Kashmir Files***** Full Movie HD Download link??? সিনেমাটি সর্বোচ্চ ফিল্ম পুরস্কার অস্কারের জন্য এবছর মনোনীত হয়েছে। সিনেমাটি দেখার সময় একটাই কথা মাথায় রাখবেন সিনেমাটি মনোরঞ্জনের জন্য বানায়নি বরং এটি শিক্ষা দেয় যে আগামীদিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের ঠিক কিরকম দশা হতে চলেছে, ঠিক একইরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গের হিন্দুদের হতে চলেছে যা আগে কাশ্মীরি পন্ডিতদের সাথে হয়েছিল।। #TheKashmirFiles"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, ভারতের মুক্তি পাওয়া বহুল আলোচিত চলচ্চিত্র দ্যা কাশ্মীর ফাইলস সর্বোচ্চ ফিল্ম পুরস্কার অস্কারের জন্য মনোনীত হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দ্যা কাশ্মীর ফাইলস চলচ্চিত্রের অস্কারের মনোনয়ন পাওয়ার দাবিটি সঠিক নয়। দ্যা কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি অস্কারের মনোনয়নের জন্য আবেদন করে অস্কারের রিমাইন্ডার লিস্টে স্থান পেয়েছে তবে এটি অস্কারে মনোনয়ন পাওয়াকে নিশ্চিত করে না।
অস্কারের ওয়েবসাইটে অনুসন্ধান করে গত ২১ ডিসেম্বর '95TH OSCARS® SHORTLISTS IN 10 AWARD CATEGORIES ANNOUNCED' শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে বিভিন্ন দেশ থেকে অস্কার পুরস্কার প্রদানে মনোনয়নের জন্যে পাঠানো চলচ্চিত্র, গান ও শব্দ, মেক-আপ, দৃশ্যধারণসহ ১০ টি ক্যাটেগরিতে মনোনয়নের জন্য বাছাইকৃত চলচ্চিত্র ও গানের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় দ্য কাশ্মীর ফাইলসের নাম আসেনি। ওই নিবন্ধে বিদেশী চলচ্চিত্রের অস্কারে মনোনয়নের জন্য বাছাইয়ে স্থানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর তালিকার স্ক্রিনশট দেখুন--
গত ৯ জানুয়ারি অস্কারের ওয়েবসাইটে প্রকাশিত '301 FEATURE FILMS IN CONTENTION FOR 95TH ACADEMY AWARDS®' শিরোনামে একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, The Academy of Motion Pictures and Arts ২০২২ সালের একাডেমি এওয়ার্ডসের জন্য ৩০১ টি চলচ্চিত্রকে বাছাই করেছে। এছাড়াও, ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অস্কারের মনোনয়নের জন্য নির্বাচন কার্যক্রম চলবে। ২৪ জানুয়ারি অস্কারের জন্য মনোনীত চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হবে। স্ক্রিনশট দেখুন--
প্রেস বিজ্ঞপ্তিতে যুক্ত থাকা মনোনয়নের জন্য বাছাইকৃত ৩০১ টি চলচ্চিত্রের ওই তালিকায় দ্যা কাশ্মীর ফাইলসের নাম খুঁজে পাওয়া যায়। ওই থ্রেডে অভিনেতা ক্যাটেগরিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের ও দর্শন কুমারফ এবং অভিনেত্রী ক্যাটেগরিতে পল্লব জোশীর নামও উল্লেখ করেছে অস্কার কর্তৃপক্ষ। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ প্রেস বিজ্ঞপ্তিটির বক্তব্য অনুযায়ী দ্য কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটি এবারের অস্কার মনোনয়নের জন্য বাছাইপর্বে নির্বাচিত হয়েছে। এখনো পুরস্কারের জন্য মনোনীত হয়নি। ১২ থেকে ৭ জানুয়ারি এই বাছাই চলবে। এরপর আগামী ২৪ জানুয়ারি চলচ্চিত্রটি অস্কারে মনোনয়ন পেয়েছে কি না জানা যাবে।
এদিকে ভারতে দ্যা কাশ্মীর ফাইলস চলচ্চিত্রের অস্কারে মনোনয়ন পাওয়ার একই দাবি ছড়িয়ে পড়লে এটা নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে বুমলাইভ।
অর্থ্যাৎ দ্যা কাশ্মীর ফাইলস চলচ্চিত্রটির অস্কারে মনোনয়নের জন্য বাছাই পর্বে নির্বাচিত হওয়াকে মনোনয়ন পাওয়া বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।