দুধ দিয়ে গোসল করে বিএনপি না করার শপথ নেননি এই যুবক
বুম বাংলাদেশ দেখেছে, দুধ দিয়ে গোসল করা শ্রাবণ নামের এই যুবক বিয়ে না করার শপথ নিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দুধ দিয়ে গোসল করা এক যুবকের ছবি দিয়ে তৈরি করা একটি গ্রাফিক কার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বিএনপি না করার শপথ নিচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৫ নভেম্বর 'বাংলা পলিটিক্স' নামের একটি পেজ থেকে পোস্টটি করে তাতে লেখা হয়, "দুধ দিয়ে গোসল করে বিএনপি না করার শপথ যুবকের #বিএনপি #নয়াপল্টন #রাজনীতি।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য গ্রাফিক কার্ডে উল্লেখিত দাবিটি সঠিক নয়। বিয়ের ১০ দিন পর স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ নেয় ইশান মাহমুদ শ্রাবণ নামের এই যুবক।
কি-ওয়ার্ড সার্চ করে কালবেলার ওয়েবসাইটে গত ১৪ নভেম্বর "দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ যুবকের" শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "গত ১০ নভেম্বর জামালপুর জেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে ইশান মাহমুদ শ্রাবণ নামের ওই যুবক প্রেম করে বিয়ে করেছিলেন। সেই বিয়ের মাত্র ১১ দিনের মাথায় প্রেমিকা থেকে স্ত্রী হওয়া ওই তরুণী তাকে ডিভোর্স দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়লে এক মণ দুধ দিয়ে গোসল করে সারাজীবন আর প্রেম ও বিয়ে না করার শপথ নেন তিনি।" স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাথে আলোচিত গ্রাফিক কার্ডটিতে ব্যবহৃত ছবির হুবহু মিল পাওয়া যায়।
একইভাবে সার্চ করে "১১ দিনেই বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ" শীর্ষক শিরোনামে আমাদের সময় পত্রিকার ওয়েবসাইটে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও বলা হয়, বিয়ে ভেঙ্গে যাওয়ার পর ক্ষোভে দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ নেন শ্রাবণ নামের ওই যুুবক। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদন দুইটিতে দুধ দিয়ে গোসল করে শপথ নেওয়া শ্রাবণ নামের যুবকের রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকে প্রচারিত গ্রাফিক কার্ডের ছবি (বামে) এবং কালবেলার প্রতিবেদনে ব্যবহৃত ছবি (ডানে) পাশাপাশি দেখুন--
অর্থাৎ দুধ দিয়ে গোসল করে বিয়ে না করার শপথ নেওয়া যুবকের ছবি ব্যবহার করে তিনি 'বিএনপি না করার শপথ' নিচ্ছেন দাবি করে গ্রাফিক কার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং দুধ দিয়ে গোসল করে বিএনপি না করার শপথ যুবকের এমন তথ্য সংক্রান্ত যে গ্রাফিক কার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।