মেসির সতীর্থদের স্বর্ণের আইফোন দেওয়ার দাবিটি ভিত্তিহীন
বুম বাংলাদেশ দেখেছে, সতীর্থদের স্বর্ণের আইফোন উপহার দেওয়ার দাবিটি সঠিক নয় বলে গণমাধ্যমকে জানিয়েছে মেসির যোগাযোগ বিভাগ।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া ৩৫টি আইফোন উপহার দিয়েছেন মেসি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, 'বিশ্বকাপজয়ী সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া ৩৫টি আইফোন উপহার দিলেন মেসি!'। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সত্য নয়। মেসির নিজস্ব যোগাযোগ বিভাগ আর্জেন্টাইন গণমাধ্যমকে জানিয়েছে, মেসির সতীর্থদের স্বর্ণের আইফোন উপহার দেওয়ার দাবিটি সঠিক নয়।
কী-ওয়ার্ড সার্চ করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ৩ মার্চ 'মেসির সতীর্থদের আইফোন দেওয়ার বিষয়টি তাহলে সত্যি নয়?' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড় ও ক্যাপ্টেন লিওনেল মেসির স্বর্ণের আইফোন উপহার দেওয়ার ব্যাপারে বলা হয়, "আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে খবর দিয়েছে, এটা মেসির ঘনিষ্ট এক ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচার করে নেওয়ার একটা চালাকি!" স্ক্রিনশট দেখুন--
উক্ত সংবাদের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম ওলে'র ওয়েবসাইটে গত ২ মার্চ 'Messi y el backstage de dos historias virales: Macri y las fundas'(মেসি এবং দুটি ভাইরাল গল্পের নেপথ্যের মঞ্চ: ম্যাক্রি এবং কভার) শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "খেলোয়াড়দের সাথে দীর্ঘকাল ধরে সম্পৃক্ত একজন ব্যবসায়ী বেঞ্জামিন লিয়ন্স লিওর সাথে একটি ছবি পোস্ট করেন এবং তারপরে ভাইরাল হয়ে গেছেন। তিনি ওই পোস্টে ইঙ্গিত (ভুলভাবে) করেছেন যে মেসির কাছ থেকে তার সতীর্থদের বিশেষ উপহার দেওয়ার জন্য একটি অনুরোধ ছিল এবং তিনি এই ইঙ্গিতও দিয়েছিলেন যে, উপহারটির সাথে আইফোন জড়িত।" স্ক্রিনশট দেখুন--
আরো অনুসন্ধান চালিয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ল্যাটিনকেন্দ্রিক পত্রিকা মিতু'র ওয়েবসাইটে 'No, Messi Didn’t Gift Golden Phones to His Teammates. Here’s What That’s All About' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মেসির তাঁর সতীর্থদেরকে স্বর্ণের আইফোন উপহার দেওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পরপরই মেসির যোগাযোগ বিভাগ এই খবরটি অস্বীকার করেছে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে আর্জেন্টিনা ভিত্তিক ওয়েবসাইট তেলামে গত ২ মার্চ 'Messi won't give his fellow world champions expensive phones' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মেসির সতীর্থদেরকে সোনার প্রলেপ দেয়া আইফোন উপহার দেয়ার তথ্যটি সঠিক নয়।
সুতরাং মেসির সতীর্থদেরকে স্বর্ণের আইফোন উপহার দেওয়ার ভুয়া দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।