না, বঙ্গবাজারের ব্যবসায়ীদের ১০ কোটি টাকা দেননি ড. ইউনূস
বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে তাদের মাধ্যমে বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে ড. ইউনূস ১০ কোটি টাকা দেয়ার তথ্যটি সঠিক নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করে বলা হচ্ছে, শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে অলাভজনক প্রতিষ্ঠান বিদ্যানন্দের মাধ্যমে ১০ কোটি টাকা দান করেছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১০ এপ্রিল 'Tariqul Islam' নামে একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসলেন ড. ইউনুস। বিদ্যানন্দের কাছে ১০ কোটি টাকা সহায়তা দিলেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনুস।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিদ্যানন্দের মাধ্যমে বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে ড. মুহাম্মদ ইউনূস ১০ কোটি টাকা দেয়ার তথ্য গণমাধ্যমসহ কোন নির্ভরযোগ্য মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেছে বিদ্যানন্দ।
প্রথমত
ডক্টর ড. মুহাম্মদ ইউনূস বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে বঙ্গবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে কোনো আর্থিক সাহায্য করছেন কি না জানতে বিদ্যানন্দের ফেসবুক পেজে খোঁজ করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভেরিফায়েড ফেসবুক পেজ 'বিদ্যানন্দ'তে গিয়ে এরকম কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত
ডক্টর মুহম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে খোঁজ করেও গত ৪ এপ্রিল বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পরে ড. ইউনূসের আর্থিক সহায়তা দানের কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ড. ইউনূসের অফিসিয়াল ফ্যান পেজ ইউনূস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজেও ড. ইউনূসের বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে আর্থিক সাহায্য করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। প্রফেসর ইউনূসের অফিসিয়াল পেজের স্ক্রিনশট দেখুন--
তৃতীয়ত
বিভিন্ন কি-ওয়ার্ড ধরে একাধিকবার সার্চ করেও বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে বিদ্যানন্দের মাধ্যমে ড. ইউনূস ১০ কোটি টাকা দান করার কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
এরপর বিষয়টি সম্পর্কে জানতে বিদ্যানন্দের সাথে যোগাযোগ করা হলে, তথ্যটি সঠিক নয় বলে বুম বাংলাদেশকে বিদ্যানন্দের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
সুতরাং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে বঙ্গবাজারের ব্যবসায়ীদেরকে ১০ কোটি টাকা সহায়তা দানের ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।