ক্রিকেটার নাসির হোসেনের আয়ারল্যান্ড দলে যোগদানের ভুয়া দাবি ফেসবুকে
আয়ারল্যান্ড দলে যোগদানের খবরটি ভুয়া বলে নাসির হোসেন নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, ক্রিকেটার নাসির হোসেন আয়ারল্যান্ড দলে যোগদান করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৬ মার্চ "মোঃ আলী আহাম্মেদ" নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "দেশের মায়া ত্যাগ করে অ্যায়ারল্যান্ডের হয়ে খেলতে নামবেন নাসির হোসেন।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সত্য নয়। ক্রিকেটার নাসির হোসেন নিজেই বুম বাংলাদেশকে খবরটি ভুয়া বলে নিশ্চিত করেছেন।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে গত ৮ ফেব্রুয়ারি "জাতীয় দলে সুযোগের অপেক্ষায় আছি: নাসির" শিরোনামে প্রকাশিত নাসির হোসেনের একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়। ওই সাক্ষাৎকারে নাসির নিজেকে 'ফিনিশার' রূপে আবার জাতীয় দলে দেখতে চান বলে নিজের অভিপ্রায় ব্যক্ত করেন। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে যুগান্তরের অনলাইন ভার্সনে "সিরিজ নির্ধারণী ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ" শিরোনামে গত ২৩ মার্চ প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের একাদশে কোনো দলেই নেই নাসির হোসেনের নাম। উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন নাসির হোসেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও ক্রিকেটার নাসির হোসেনের আয়ারল্যান্ড দলে যোগদান করার ব্যাপারে জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। ক্রিকেটার নাসির হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও নাসির হোসেনের আয়ারল্যান্ড দলে যোগদান করার ব্যাপারে কিছু বলা হয়নি।
এদিকে, নাসির হোসেন আয়ারল্যান্ড ক্রিকেট দলে যোগ দিচ্ছেন এরকম দাবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এব্যাপারে জানতে নাসির হোসেনের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এসময় তাঁর আয়ারল্যান্ড দলে যোগদানের খবরটিকে ভুয়া হিসেবে চিহ্নত করেন তিনি।
সুতরাং ক্রিকেটার নাসির হোসেনের আয়ারল্যান্ড ক্রিকেট দলে যোগদানের ভুয়া খবর চটকদার শিরোনামে প্রচার করা হচ্ছে ফেসবুকে।