ফেরি থেকে নামতে গিয়ে সেনাবাহিনীর বাস দুর্ঘটনার ভিত্তিহীন দাবি
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাস ফেরি থেকে সফলভাবে নামতে পেরেছিল, কোন দুর্ঘটনা হয়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ফেরি থেকে নামতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাস পানিতে ডুবে গেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ সেপ্টেম্বর "স্বার্থপর" নামের একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "সেনাবাহিনীর গাড়ি দূর্ঘটনা!!ফেরী থেকে নামতে গিয়ে বাসটি পানিতে তলিয়ে গেলো।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফেরি থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বাস পানিতে ডুবে যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওটিতে দেখা যায়, সেনাবাহিনীর ওই বাসটি ফেরি থেকে নেমে সফলভাবে তীরে উঠতে সক্ষম হয়।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইউটিউবে "Ariyan Shohan" নামের একটি আইডি থেকে ১৩ সেপ্টেম্বর "ফেরী থেকে নামতে গিয়ে দূর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাস পানিতে ডুবে গেছে" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। মোট দুটি ক্লিপের মধ্যে প্রথম ক্লিপটি অর্থ্যাৎ আলোচ্য ফেসবুক ভিডিওতে সেনাবাহিনীর বাস পেরোনোর ক্লিপটি ও এই ইউটিউব ভিডিওটি হুবহু এক। ইউটিউব ভিডিওটির শিরোনামে ফেরি থেকে নামতে গিয়ে সেনাবাহিনীর বাস পানিতে ডুবে গেছে বলা হলেও প্রকৃতপক্ষে ভিডিওটিতে দেখা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এসি বাস ফেরিঘাটে ভিড়ানো ফেরি থেকে নেমে সফলভাবে তীরে উঠে গেছে। এ সময় বাসটিকে কোনো দুর্ঘটনায় পতিত হতে দেখা যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--
ভিডিওটি সম্পর্কে আরো নিশ্চিত হতে কি-ওয়ার্ড সার্চ করে "২০২১ সালের ২৬ সেপ্টেম্বর "Amar Bangla" নামের একটি ইউটিউব চ্যানেলে "Army AC Bus and Desh Travels AC Bus Driver Excellent Driving Dangerous Ferry Ghat U TURN" শিরোনামে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটি ও আলোচ্য ফেসবুক ভিডিওটি হুবহু এক। ভিডিওটিতে দেখা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এসি বাস একটি ফেরিঘাটে থেমে থাকা ফেরি থেকে নেমে সফলভাবে তীরে উঠে রাস্তার দিকে চলে গেছে। ওই সময়ে কয়েকজন সেনাসদস্যকে বাসটির চালককে নির্দেশনা দিতে দেখা যায়। সেনাবাহিনীর বাস ফেরিঘাট পেরিয়ে যাওয়ার পরপরই আরেকটি ক্লিপে দেশ ট্রাভেলসের আরেকটি বাসকে ফেরিঘাট পেরিয়ে মূল রাস্তায় উঠতে দেখা যায়। তবে, এই ভিডিওতেও দুটি বাসের একটি বাসকেও কোনো দুর্ঘটনায় পড়তে দেখা যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থ্যাৎ ফেরিঘাট পেরিয়ে সফলভাবে রাস্তায় পৌঁছনো বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাসের ব্যাপারে দাবি করা হচ্ছে যে, বাসটি দুর্ঘটনার কবলে পড়ে পানিতে ডুবে যায়, যা বিভ্রান্তিকর।