মাধ্যমিকের সব শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে সহায়তার দেয়া হচ্ছে না
বুম বাংলাদেশ দেখেছে, মাধ্যমিকের সব শিক্ষার্থী নয় বরং শর্ত মেনে গরীব ও অসচ্ছল শিক্ষার্থীদেরকে অর্থ সহায়তা দেবে সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ এবং আইডি থেকে অনলাইন নিউজ পোর্টাল শিক্ষাবার্তা’র সূত্র উল্লেখ করে একটি পোস্টে দাবি করা হচ্ছে, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
২ ফেব্রুয়ারি 'Md Sony Sarker' নামের একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ ৬ষ্ঠ-১০ম শ্রেণি: প্রত্যেক শিক্ষার্থীদের ৫ হাজার টাকা সহায়তা-আবেদন শুরু হয়েছে। শেষ তারিখ :২৯ ফেব্রুয়ারী"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী নয় বরং শর্তানুসারে কেবল গরীব ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেবে সরকার।
কি-ওয়ার্ড সার্চ করে পহেলা ফেব্রুয়ারি "৫ হাজার টাকা সহায়তা পাবে স্কুলশিক্ষার্থীরা, আবেদন অনলাইনে" শিরোনামে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, "অসচ্ছল শিক্ষার্থীদের স্কুলে ভর্তি নিশ্চিত করতে সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এ টাকা পেতে অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবেন। অন্যান্য ক্ষেত্রে মা–বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।" স্ক্রিনশট দেখুন--
বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে:
কি-ওয়ার্ড সার্চ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে গত সোমবার (২৯ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তিতে শিক্ষা সহায়তার আওতায় আসা শিক্ষার্থীদের শর্তের ব্যাপারে বলা হয়, "বাংলাদেশের বেসামরিক সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত দফতর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান আর্থিক এ অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা, মাতা, অভিভাবকের বাৎসরিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ মাধ্যমিকের সব শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অর্থ সহায়তা দেওয়া হবে না বরং শর্ত মেনে কয়েকটি ক্যাটাগরির শিক্ষার্থীকে এই সহায়তা দেয়া হবে।
প্রসঙ্গত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে এই সহায়তা দেয়া হচ্ছে।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে মাধ্যমিকের সব শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অর্থ সহায়তা দেওয়া হবে বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।