বিরাট কোহলির সাথে থাকা শিশুটি তার মেয়ে নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবির শিশুটি বিরাট কোহলির মেয়ে 'ভামিকা' নয় বরং কোহলির সাথে থাকা ছবিটি তাঁর এক ক্ষুদে ভক্তের।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, পারিবারিক ছুটি উৎযাপনের সময়ে বিরাট কোহলির সাথে তার মেয়ের তোলা ছবি এটি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ ডিসেম্বর 'Prashant Mhetre' নামের ফেসবুক পেজ থেকে "Virat Kohli with his daughter. Enjoying vacation." ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিতে বিরাট কোহলির সাথে থাকা শিশুটি তার মেয়ে 'ভামিকা' নয় বরং ছবিতে কোহলির সাথে থাকা শিশুটি তাঁর এক ক্ষুদে ভক্তের।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে খেলাধুলা বিষয়ক সাইট 'ইনসাইড স্পোর্টস' এর ফেসবুক পেজে গত ২৪ আগস্ট "একজন ক্ষুদে ভক্তের সাথে বিরাট কোহলি (অনূদিত)" ক্যাপশনে আলোচ্য ছবি সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটারে) 'CricketMAN2' নামের একাউন্ট থেকে গত ২৪ আগস্ট "বিরাট কোহলির সাথে তার একজন ক্ষুদে ভক্তের দারুন ছবি (অনূদিত)" শিরোনামে একটি টুইট বা এক্স পোস্ট পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিতে বিরাট কোহলির সাথে দেখা যাওয়া শিশুটি তাঁর মেয়ে নয় বরং এক ক্ষুদে ভক্তের।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলির সাথে তোলা ক্ষুদে এক ভক্তের ছবিকে কোহলির মেয়ের ছবি হিসেবে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।