ছবিতে মিজানুর রহমান আজহারীর সাথের ছেলেটি তার পুত্র নয়
ছবির ছেলেটি ইসলামী সংগীত শিল্পী গাজী আনাসের পুত্র শাবাব, অন্যদিকে দুই কন্যার পিতা আজহারীর কোনো পুত্র সন্তানই নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর সাথে একটি ছেলেশিশুর তোলা ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছেলেটি মিজানুর রহমান আজহারী সন্তান এবং তাঁর সন্তানকে তিনি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২১ জুলাই "Jashim Uddin Modhu" নামে একটি আইডি থেকে একটি ছেলেশিশুর সাথে মিজানুর রহমান আজহারীর তোলা একটি ছবি পোস্ট করে বলা হয়, "যাদের ওয়াজ শুনে আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান , তাদের সন্তানরা পড়ে ইংলিশ মিডিয়ামে।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ দাবি করা হচ্ছে, ছবির শিশুটি মিজানুর রহমান আজহারীর পুত্র এবং তিনি তার পুত্রকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবির ছেলেটি ইসলামী সংগীত শিল্পী গাজী আনাস রওশানের পুত্র ইসলামী সংগীতেরই শিশু শিল্পী শাবাব বিন আনাস, শাবাব রাজধানীর একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস থ্রিতে পড়ছেন। অন্যদিকে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী দুই কন্যা সন্তানের পিতা, তাঁর কোনো পুত্র সন্তানই নেই।
পুত্র সন্তানই নেই মিজানুর রহমান আজহারীর
মিজানুর রহমান আজহারীর সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল জাগো নিউজের ওয়েবসাইটে ২০২০ সালের ১১ জানুয়ারি "কে এই মিজানুর রহমান আজহারী?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, মিজানুর রহমান আজহারীর দুটি কন্যাসন্তান রয়েছে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে মিজানুর রাহমান আজহারী ওয়াজ নামে একটি ওয়েবসাইটে "মাওলানা মিজানুর রহমান আজহারী জীবনী" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধ থেকেও জানা যায়, মিজানুর রাহমান আজহারীর দুটি কন্যাসন্তান রয়েছে। অর্থাৎ মিজানুর রহমান আজহারীর কোনো পুত্র সন্তান নেই। স্ক্রিনশট দেখুন--
ছবিতে আজহারীর সাথে শিশু ছেলেটি কে?
এদিকে ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Shabab Bin Anas' নামের একটি ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে "বাবা এবং Mizanur Rahman Azhari চাচ্চুর সাথে আমি।" ক্যাপশনে আলোচ্য ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটিতে মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজকে ম্যানশন করা হয়েছে। ফেসবুক পেজের বর্ণনা থেকে জানা যায়, শাবাব বিন আনাস ইসলামী সংগীতের শিশুশিল্পী। এই পোস্টের প্রথম ছবিটি ও আলোচ্য ছবিটি হুবহু এক এবং পোস্টে ছবির শিশু শাবাব বিন আনাস মিজানুর রহমান আজহারীকে চাচ্চু বলে সম্বোধন করেছেন। অর্থাৎ শাবাব বিন আনাস আজহারীর সন্তান নয়। ফেসবুক পোস্টটি দেখুন--
শাবাব বিন আনাসের পরিচয়
'Shabab Bin Anas' এর ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পেজটির নিয়মিত পোস্টে ইসলামী সংগীতের জনপ্রিয় শিল্পী 'Gazi Anas Rawshan' এর ভেরিফায়েড ফেসবুক আইডিকে ম্যানশন করা হয়। গাজী আনাস রওশানের সাথে যোগাযোগ করা হলে তিনি বুম বাংলাদেশকে জানান, শাবাব তার সন্তান। বছর খানেক আগে পারিবারসহ মালয়েশিয়া সফরকালে মিজানুর রহমান আজহারীর আমন্ত্রণে তাঁর বাসায় গেলে আলোচ্য ছবিটি তোলা হয় বলে জানান এই শিল্পী।
যেখানে পড়াশোনা করছে শাবাব
গাজী আনাস রওশান বুম বাংলাদেশকে জানান, তাঁর ছেলে শাবাব রাজধানী ঢাকার Averroes International School এর লালমাটিয়া শাখায় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছেন। যেখানে শাবাব হিফজের পাশাপাশি আরবী, বাংলা ও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন। বিষয়টি যাচাই করতে Averroes International School এর ওয়েবসাইট ভিজিট করে দেখা যায়, "one school serving the purpose of here & hereafter" (বঙ্গানুবাদ: একটি স্কুল যা একইসাথে দুনিয়া ও আখেরাতের উদ্দেশ্য সাধন করে) স্লোগান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। বিভিন্নভাবে সার্চ করে অনলাইনে প্রাপ্ত তথ্য থেকে দেখা গেছে, এটি এমন একটি স্কুল যেখানে কুরআনের হিফজ সহ আরবী, বাংলা ও ইংরেজি মাধ্যমে সমন্বয় করে পাঠ্যক্রম সাজানো হয়েছে। অর্থাৎ শাবাব গতানুগতিক কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে না বরং ইসলামী ভাবধারার একটি স্কুলে পড়ছে। স্কুলটি সম্পর্কে আরো জানতে এর ভেরিফায়েড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রতিষ্ঠানটির বিজনেস সাইট ঘুরে দেখুন।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়।
সুতরাং ছবিতে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর সাথে শিশুটি তাঁর পুত্র এবং তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।