জাপানে শেখ হাসিনার উপর হামলার ভিত্তিহীন দাবি ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়ে আওয়ামী লীগ-বিএনপি আলাদা কর্মসূচি পালন করলেও হামলার কোনো ঘটনা ঘটেনি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় তার উপর হামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ এপ্রিল "রুমিন ফারহানা" নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "জাপানে প্রধানমন্ত্রীর উপর হামলা করলো বিএনপি | জাপান সফরে গিয়ে বিপদে প্রধানমন্ত্রী | BNP | Police"। ভিডিওটিতে দাবি করা হয়, জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপর ঐক্যজোট হয়ে হামলা করেছে বিএনপি। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে সময়ে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করলেও হামলার কোনো ঘটনা ঘটেনি।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, ডেইলি স্টারের বাংলা সংস্করণে "প্রধানমন্ত্রীর জাপান সফর: টোকিওতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা গত ২৬ এপ্রিল প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি থেকে জানা যায়, তৎকালে প্রধানমন্ত্রীর জাপানে ৪ দিনের রাষ্ট্রীয় সফরের সময় টোকিওতে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে। প্রতিবেদন থেকে জানা যায়, এসময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও জাপান পুলিশের তৎপরতায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। দেখুন--
সার্চ করার পর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউটিউব চ্যানেলে জাপানের স্থানীয় বিএনপি কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে একটি প্রতিবাদ সমাবেশ ও কালো পতাকা ধারণের কর্মসূচী পালন করার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা আলোচ্য ফেসবুক পোস্টে দেখতে পাওয়া ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এই ভিডিওতেও প্রধানমন্ত্রীর উপর হামলা বা এ ধরণের কোনো ঘটনার ফুটেজ নেই। বরং ২০ মিনিটের এই ভিডিওটিতে বিএনপি কর্মীদের বিভিন্ন স্লোগান ও বক্তব্য রাখতে দেখা যায়।
আবার, আন্তর্জাতিক বা জাতীয় কোনো সংবাদমাধ্যমেই জাপানে প্রধানমন্ত্রীর উপর হামলা সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে কোনো রাষ্ট্রপ্রধানের উপর হামলা হলে তা আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হয়ে থাকে।
অর্থাৎ জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার দাবিটি ভিত্তিহীন।
সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে বিএনপি নেতা কর্মীদের বিক্ষোভের ভিডিওকে ব্যবহারের করে প্রধানমন্ত্রীর উপর হামলার খবর প্রচার করা হচ্ছে সামজিক মাধ্যমে, যা ভিত্তিহীন।