সিম্পসন কার্টুনে অ্যাপল ভিশন প্রো এর ভবিষ্যদ্বাণী করা হয়নি
বুম বাংলাদেশ দেখেছে, সিম্পসন কার্টুনের আলোচ্য এপিসোড প্রচারের আগেই ভিআর প্রযুক্তির হেডসেট বাজারে বিদ্যমান ছিল।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে কার্টুন সিরিজ সিম্পসন এর একটি এপিসোডের ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, সিম্পসন কার্টুনে অ্যাপল ভিশন প্রো বা ভিআর হেডসেট এর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৯ ফেব্রুয়ারি 'ANJIR 2.0' নামের ফেসবুক পেজ থেকে "সিম্পসন কার্টুনের একটা এপিসোডে দেখানো হয়েছিল Vision Pro সম্পর্কে, যেটা এখন Apple তৈরি করে দেখিয়েছে -Apple Vision Pro" ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সিম্পসন কার্টুনে অ্যাপল ভিশন প্রো এর ভবিষ্যদ্বাণী করা হয়নি বরং ২০১৬ সালে সিম্পসন কার্টুনের আলোচ্য এপিসোড প্রচারের আগেই ভিআর প্রযুক্তির হেডসেট বাজারে বিদ্যমান ছিল।
ভিডিওটির বিভিন্ন দৃশ্যের স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে 'Apple TV' এর ওয়েবসাইটে আলোচ্য এপিসোডটির বিষয়ে একটি বর্ণনা খুঁজে পাওয়া যায়। এতে আলোচ্য এপিসোডের বর্ণনা থেকে জানা যায়, ভিডিওটি ২০১৬ সালের অক্টোবরে প্রকাশিত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি শিরোনামের সিজন -২৮ এর ২য় এপিসোড এর অংশ। স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে জর্ডানভিত্তিক তথ্য যাচাই প্রতিষ্ঠান 'মিসবার'-এ গত ১৬ ফেব্রুয়ারি "The Simpsons Did Not Predict Apple Vision Pro" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, সিম্পসন কার্টুনে অ্যাপল ভিশন প্রো এর ভবিষ্যদ্বাণী করা হয়নি। এছাড়াও একই প্রতিবেদনে কার্টুন এপিসোডটির ২০ মিনিট ১৩ সেকেন্ডে নেয়া একটি স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে। স্ক্রিনশটে কার্টুন চরিত্রটিকে আলোচ্য ভিআর হেডসেট পরিহিত অবস্থায় দেখা গেছে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, সার্চ করে বিখ্যাত ম্যাগাজিন 'টাইম' এর অনলাইন ভার্সনে ২০১৪ সালের ২৬ মার্চ 'The Virtual Genius of Oculus Rift' শিরোনামে ভিআর সেট এর ছবি সহ প্রকাশিত একটি নিবন্ধ পাওয়া যায়। নিবন্ধে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ২৬ মার্চ টেক জায়ান্ট কোম্পানি ফেসবুক; ভিআর বা ভার্চুয়াল-রিয়েলিটি হেডসেট তৈরির কোম্পানি Oculus (VR) কেনার ঘোষণা দিয়েছে। Oculus (VR) ২০১৬ সালের মার্চেই ভিআর হেডসেট বাজারে এনেছিল।
অর্থাৎ ২০১৬ সালের আগস্টে সিম্পসন কার্টুনের আলোচ্য এপিসোডটি প্রচারের আগেই তথা ২০১৪ সালেই ভিআর বা ভার্চুয়াল-রিয়েলিটি প্রযুক্তি বিদ্যমান ছিল এবং ২০১৬ এর মার্চে ভার্চুয়াল-রিয়েলিটি হেডসেট বাজারে বিদ্যমান ছিল। কেবল সময়ের সাথে সাথে এই হেডসেটে বিভিন্ন সংযোজন ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে।
উল্লেখ্য সম্প্রতি (ফেব্রুয়ারিতে) অ্যাপল তাদের ভিআর হেডসেট অ্যাপল ভিশন প্রো বাজারে এনেছে। এর পরপরই 'অ্যাপল ভিশন প্রো' এর ভবিষ্যদ্বাণী সংক্রান্ত আলোচ্য দাবি সামাজিক মাধ্যমে প্রচার হতে শুরু করে।
সুতরাং সামাজিক মাধ্যমে সিম্পসন কার্টুনে 'অ্যাপল ভিশন প্রো' এর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।