১৭ এপ্রিলের সরকারি ছুটির ঘোষণাটি শুধু মুজিবনগর উপজেলার জন্য
বুম বাংলাদেশ দেখেছে, ১৭ এপ্রিলের সরকারি ছুটি শুধু মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জন্যে প্রযোজ্য, সারাদেশের জন্য নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করার কথা প্রচার করে বলা হচ্ছে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ এপ্রিল 'Narsingdir Konthosor' নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, "ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
এমন পোস্টের কারণে স্বাভাবিকভাবে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের মনে হতে পারে, ১৭ এপ্রিল দেশব্যাপী ছুটি ঘোষণা করছে সরকার।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মূলত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শুধু মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সারাদেশের জন্য ছুটি ঘোষণা করা হয়নি।
কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন ভার্সনে "মুজিবনগরে সরকারি ছুটি ১৭ এপ্রিল" শিরোনামে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটির স্ক্রিনশট দেখুন--
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৭ এপ্রিলের ছুটি নিয়ে প্রকাশিত প্রজ্ঞাপনটি দেখুন--
দেখুন, প্রজ্ঞাপনটিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ১৭ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
তাই, শুধু মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জন্য প্রযোজ্য সরকারি ছুটি ঘোষণার বিষয়টি সঠিকভাবে উল্লেখ না করেই ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।