চিত্রনায়ক রুবেল মারা যাননি
বুম বাংলাদেশ দেখেছে, চিত্র নায়ক রুবেল এর মৃত্যুর খবরটি ভুয়া। তিনি সুস্থ আছেন বলে নিজেই গণমাধ্যমে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রুবেল মারা গেছেন।এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৬ জুলাই 'Md Rasel' নামের একটি অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত পোস্ট করে বলা হয়, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিত্র নায়ক রুবেল আমাদের মাঝে আর নাই"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। চিত্রনায়ক রুবেল মারা যাননি, তিনি সুস্থ আছেন বলে নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘আরটিভি’ এর অনলাইন সংস্করণে গত ২৬ জুলাই "আমি মারা যাইনি, সুস্থ আছি: রুবেল" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, "প্রচারিত তথ্যটির ব্যাপারে কথা নায়ক রুবেল গণমাধ্যমকে বলেন, কী এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন, মারা গেছি কি না। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব। আমি এখনো ভালো এবং সুস্থ আছি।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘বিজয় টিভি’-এর ইউটিউব চ্যানেলে গত ২৭ জুলাই "মা’রা যাইনি, সুস্থ আছি: মৃ’ত্যু’র গুজবে নায়ক রুবেল" শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, চিত্রনায়ক রুবেল মারা যাননি, তিনি সুস্থ আছেন। প্রতিবেদনটির প্রিভিউ দেখুন--
অর্থাৎ চিত্রনায়ক রুবেল মারা যাননি।
উল্লেখ্য সম্প্রতি ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন। দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী, গত ২৫ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। এ সময়ে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
সুতরাং সামাজিক মাধ্যমে চিত্রনায়ক রুবেল মারা গেছেন মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।