তসলিমা নাসরিন করোনা আক্রান্ত হওয়ার ভুয়া খবর অনলাইন পোর্টালে
সম্পূর্ণ বানোয়াট একটি শিরোনাম দিয়ে এই লেখিকা করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়ানো হচ্ছে।
একটি অনলাইন পোর্টালের খবরের সূত্রে ভারতে নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন করোনা আক্রান্ত হয়েছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। 'করোনায় আক্রান্ত হয়ে দেশবাসীর কাছে দোয়া চাইলেন তাসলিমা নাসরিন' শীর্ষক একটি শিরোনামের প্রতিবেদনটি বিভিন্ন ফেসবুক প্রোফাইল, পেজ ও গ্রুপে শেয়ার হয়। প্রতিবেদনটি দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রথমত: যে পোর্টালটি এই শিরোনামে প্রতিবেদন করেছে সেখানে মূল খবরে তসলিমার করোনা আক্রান্ত হওয়ার কোন তথ্য নেই। প্রতিবেদনে লেখা হয়েছে-
''তসলিমা নাসরিন। এই নামটার মধ্যেই একটা বিদ্রোহ আছে। বহুদিন বাংলাদেশ ও ভারতের বাইরে তিনি। এই দুই দেশেই তাঁর প্রবেশ নি'ষেধ। তাঁর অ'পরাধ তিনি কলম ধরেছিলেন শ'ক্ত হাতে।তাঁর কলমে উঠে এসেছিল অনেক না জানা সমাজের কথা! চা'পা থাকা সমাজের নোংড়ামি।
কিন্তু সে লেখা ছিল সাবলীল। তবে এই দোষে তিনি দেশ ছাড়া হয়েছিলেন। সভ্য সমাজে থেকেও তা আমাদের মেনে নিতে হয়েছে।আমরা যে এখনও ঠিক কতটা সভ্য হতে পেরেছি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়! তবে তাতে তসলিমা নাসরিনের কিছু এসে যায় না।
কারণ কোনও সমাজ চাইলেই তাঁর কলম বন্ধ করতে পারবে না। অন্য দেশে থেকেও তিনি ধরেছেন কলম।আর সোশ্যাল মিডিয়া আসার পর থেকে পুরো চিত্রটাই বদলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তাঁর লেখা ও মনের কথা পৌঁছে দিয়েছেন বাংলাদেশ ও ভারতের পাঠকদের কাছে।
এখন কলকাতায় পুরোপুরিভাবে থাকতে না পারলেও, আসা যাওয়া অবশ্যই করতে পারেন।তবে এবার তাঁর পোস্ট নিয়েই বাঁধল গণ্ডগোল! তিনি ফেসবুক দেওয়ালে পোস্ট করেন একটি লেখা। লেখাটি মজার।
তাতে তিনি নানা রকম অসু'খের কথা বলেছেন। যা দেখলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি খুব অ'সুস্থ। আদতে কিন্তু তা নয়।
তবে এই পোস্ট দেখেই ভারত ও বাংলাদেশের বেশ কিছু মিডিয়া করে ফেললেন খবর। নাম করা সংবাদপত্ররাই এ খবর করলেন। প্রায় মৃ'ত্যু মুখে ঠেলে দিলেন তাঁকে।''
দ্বিতীয়ত: বাংলাদেশের মূলধারার কোন সংবাদ মাধ্যমে এরকম কোন সংবাদ আসেনি।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তসলিমা নাসরিন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই খবরের সত্যতা নাকচ করে দেন।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
সুতরাং ফেসবুকে ছড়ানো তসলিমা নাসরিনের করোনা আক্রান্ত হওয়ার খবরটি সম্পূ্র্ন বানোয়াট এবং ক্লিকবেইট শিরোনাম দিয়ে তৈরী।