তারেক রহমানকে নিয়ে এআই দ্বারা সম্পাদিত ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটিতে এআই প্রযুক্তি ব্যবহার করে র্যাপার লিল ইয়ার্টির স্থলে তারেক রহমানকে জুড়ে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যায় একটি কনসার্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাচের ভঙ্গিমায় মঞ্চে উঠে নাচছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ২৩ এপ্রিল 'Adnan Ratul' নামের একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির উপরে লেখা হয়, "TAREK ZIA AT HIS RESIDENCE HAWA BHAVAN ON 21ST AUGUST 2004 AT 17:22"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
একই রকম একটি ভিডিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বলে প্রচারিত হচ্ছে। ভিডিওটি দেখুন এখানে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিটেড। এআই প্রযুক্তি ব্যবহার করে মূল ভিডিওতে থাকা মার্কিন র্যাপার লিল ইয়ার্টির স্থলে পোশাক সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুড়ে দিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে দেশীয় সম্প্রচার মাধ্যম 'চ্যানেল ২৪' এর অনলাইন সংস্করণে গত ৩০ এপ্রিল "কনসার্টের ভাইরাল ভিডিও ও আসল শিল্পী নিয়ে যা জানা গেল (ভিডিও)" শিরোনামে আলোচ্য ভিডিওটির মূল ভিডিও যুক্ত করা একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, প্রচারিত ভিডিওগুলোতে মুলত এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ছবি বসিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক-ইনস্টাগ্রাম-এক্স হ্যান্ডেলে প্রচার করছেন নেটিজেনরা। মূল ভিডিওটির প্রকৃত শিল্পী ২৬ বছর বয়সী মার্কিন র্যাপার লিল ইয়ার্টি। ২০২১ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত মিউজিক্যাল হিপহপ ফেস্ট 'দ্য সামার স্মাশ ফেস্টিভ্যাল'-এ পারফর্ম করেছিলেন র্যাপার লিল ইয়ার্টি। তখন তার মঞ্চে উঠার সময়ে আলোচ্য নাচের ভঙ্গিমার দৃশ্য ভিডিও করা হয়েছে (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটিতে কনসার্টের মূল ভিডিওটির ইউটিউব লিংকটি যুক্ত করে দেওয়া হয়। ভিডিওটির প্রিভিউ দেখুন--
এবারে ফেসবুকের আলোচ্য ভিডিওটির একটি ফ্রেম (বামে) ও ইউটিউবে পাওয়া মূল ভিডিওটির একটি ফ্রেমের (ডানে) মধ্যে পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে মূল ভিডিওতে থাকা মার্কিন র্যাপার লিল ইয়ার্টির স্থলে তারেক রহমানকে যুক্ত করে দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও সম্পাদনার প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে এআই দিয়ে এই ধরণের সম্পাদনার বিভিন্ন উদাহরণ দেখা গেছে।
উল্লেখ্য এআই ব্যবহার করে ভাইরাল এই ভিডিওগুলো কিভাবে তৈরি করা হয়েছে সে বিষয়ের টিউটোরিয়াল পাওয়া যায় ইউটিউবে। এরকম একটি ভিডিও দেখুন এখানে।
সুতরাং সামাজিক মাধ্যমে তারেক রহমানের এআই দিয়ে সম্পাদিত একটি ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।