বাংলাদেশের জয়ে লাইভে এসে তামিমের অভিনন্দন বার্তাটি পুরোনো
বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালে নারী ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পাওয়ায় এই অভিনন্দন জানান তামিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বিশ্বকাপে আফগানিস্তানকে হারানোয় লাইভে এসে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন তামিম ইকবাল। পোস্টটি দেখুন এখানে।
গত ৭ অক্টোবর 'Sports X' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "এবার লাইভে এসে, বাংলাদেশ দলকে অভিনন্দন জানালো তামিম ইকবাল।" ভিডিওটিতে তামিমের অভিনন্দন জানানোর ছোট্ট একটি ক্লিপ যুক্ত করে বলা হয়, চলমান ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে এই অভিনন্দন জানান তামিম ইকবাল। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং পুরোনো। মূলত এটি ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে উদ্দেশ্যে করে তামিম ইকবালের অভিনন্দন জানানোর ভিডিও।
সার্চ করে গত ২০২২ সালের ১৪ মার্চ Congratulations and Best wishes to the Bangladesh women's cricket team ক্যাপশন দিয়ে Tamim Iqbal এর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন তামিম ইকবাল। ওই ভিডিওর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।
২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয়ের পরে দলকে ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে অভিনন্দন জানিয়ে তামিম ইকবাল বলেন, "বাংলাদেশ নারী দলকে আমার ও বাংলাদেশ দলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বিশ্বকাপে প্রথম জয়ের জন্য। এত বড় আসরে প্রথম জয়, সত্যিই স্পেশাল। সামনের ম্যাচগুলোর জন্য আমাদের পক্ষ থেকে শুভ কামনা।" নিচে ভিডিওটি দেখুন--
প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপে তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। টিম স্কোয়াডে জায়গা না পাওয়ায় বিশ্বকাপ আয়োজক ভারতে যাওয়া হয়নি সাবেক এই অধিনায়কের।
তবে, সার্চ করে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ টিমকে নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি চলমান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে তামিম ইকবালের অভিনন্দন জানানোর নয় বরং ২০২২ সালে নারী ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে তামিম ইকবালের অভিনন্দন জানানোর ভিডিও এটি।
সুতরাং ভিন্ন ঘটনায় দেয়া একটি পুরোনো অভিনন্দন বার্তার ভিডিওকে চলমান ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে তামিম ইকবালের অভিনন্দন বার্তার ভিডিও বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।