ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের মৃত্যুর খবরটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, ছবির নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশা, তিনি সুস্থ আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মেয়ের আন্দোলনরত অবস্থার ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, মেয়েটি সহিংসতায় গত ২২ জুলাই মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩১ জুলাই 'Muhammad Din Islam' নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "২২ তারিখে এ বোনটি শহিদ হয়েছে"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবির নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিনথিয়া জাহিন আয়েশা, তিনি ভালো আছেন বলে নিজেই বুম বাংলাদেশকে জানিয়েছেন।
ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে, আন্দোলনরত মেয়েটির গলায় ঝোলানো কার্ডটির ফিতা'য় বেগম বদরুন্নেসা কলেজ, জ্যোলোজি (প্রাণিবিদ্যা) ডিপার্টমেন্ট লেখা থাকতে দেখা যায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে এ সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের প্রাণিবিদ্যা ডিপার্টমেন্ট থেকে একজন ছাত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক হয়েছেন তার নাম সিনথিয়া জাহিন আয়েশা। পোস্টটি ও গলায় ঝোলানো কার্ডটির ফিতার ছবির কোলাজ দেখুন--
পরবর্তীতে সার্চ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালিকায় ৪৬ নম্বরে বদরুন্নেসা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা এর নাম পাওয়া যায়। তালিকার স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে সিনথিয়া জাহিন আয়েশা মারা গেছেন কিনা তা জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সরাসরি যোগাযোগ করে বুম বাংলাদেশ। এক পর্যায়ে তার সাথে যোগাযোগ করে আলোচ্য ভিডিওটি পাঠিয়ে জানতে চাওয়া হলে তিনি প্রচারিত ভিডিওটি তাঁরই আন্দোলনের সময়কার এবং তিনি ভালো আছেন বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেন।
অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেগম বদরুন্নেসা কলেজের সিনথিয়া জাহিন আয়েশা এর মারা যাওয়ার তথ্যটি ভিত্তিহীন।
সুতরাং সামাজিক মাধ্যমে 'সিনথিয়া জাহিন আয়েশা ২২ জুলাই মারা গেছেন' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।