নাসার নামে নওতাপ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, নওতাপ নিয়ে কোনো ধরণের তথ্য প্রকাশ বা প্রচার করেনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি ও গ্রুপ থেকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বরাত দিয়ে একটি পোস্ট করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে, আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে নওতাপ। এই নওতাপের নয় দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৪ মে 'সরকারি কর্মচারী সংবাদ' নামের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে বলা হয়, "আসছে নওতাপ ২০২৪। NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে দুপুর ৩ টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।* সাবধানে থাকবেন সবাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক। জনকল্যাণ সার্থে পোস্ট টি শেয়ার করুন ।।।।।। কালেক্টেড।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। আালোচ্য দাবির পক্ষে নাসার ওয়েবসাইটে এ ধরণের কোনো তথ্য বা বিবৃতি পাওয়া যায়নি। মূলত, ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের একটি অনুচ্ছেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসার নামে প্রচার করা হচ্ছে।
দাবিটির উৎস:
আলোচ্য দাবি সম্পর্কে কি-ওয়ার্ড সার্চ করে "Summer 2024: এখনও কিছুই নয়, ২৫ মে থেকে শুরু হবে আসল গরম! সূর্য রোহিণী নক্ষত্রে এলে জ্বলে-পুড়ে যাবে চারদিক" শিরোনামে ভারতীয় গণমাধ্যম 'এই সময়' এ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে 'আসছে নওতাপ ২০২৪' উপশিরোনাম দিয়ে একটি অনুচ্ছেদ লেখা হয়। এতে উল্লেখ করা হয়, "জ্যোতিষীরা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।" স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে জ্যোতিষীদের বরাতে আলোচ্য তথ্য প্রচার করা হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নাসা জানিয়েছে দাবিতে ছড়িয়ে পড়ে।
নাসা কি কিছু বলেছে?
বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচ্য দাবির পক্ষে কোনো তথ্য বা খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি নাসার ওয়েবসাইটে গিয়েও এ ধরণর কোনো তথ্য বা বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এরপর কি-ওয়ার্ড সার্চ করে "নওতাপ নিয়ে আসলেই কি নাসা কোনো বিবৃতি দিয়েছে?" শিরোনামে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, "২৫ মে থেকে ২ জুন পর্যন্ত নওতাপ চলার বিষয়ে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি দেয়নি নাসা বরং ভারতের একটি গণমাধ্যমে জ্যোতিষীদের বরাতে উক্ত তথ্য প্রচারের পর তা নাসা জানিয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ নওতাপ নিয়ে কোনো তথ্য দেয়নি নাসা। বরং ভারতীয় গণমাধ্যম 'এই সময়' এর এক প্রতিবেদনে জ্যোতিষীদের বরাতে উল্লিখিত তথ্য প্রচারের পর তা নাসা জানিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং জ্যোতিষীদের বরাতে প্রচারিত তথ্য নাসার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।