আইনজীবী জেড আই খান পান্না মারা যাওয়ার ভুয়া তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, জেড আই খান পান্নার মৃত্যুর খবরটি সত্য নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবীণ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না এর একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, তিনি মারা গেছেন। প্রচারণাটি মূলত দেখা যায় গতকাল ১৮ই ফেব্রুয়ারি থেকে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৮ই ফেব্রুয়ারি ‘মালয়েশিয়া আওয়ামী ঐক্য ফ্রন্ট’ নামক পেজ থেকে জেড আই খান পান্না এর ছবি সহ তথ্যটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “শোক সংবাদ। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে, বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞ আইনজীবি স্পষ্ট কথা বলার লোক জেড আই খান পান্না ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে, জাতির এই ক্রান্তিলগ্নে তাঁকে খুবই প্রয়োজন ছিল। মহান আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আমিন”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না গতকাল ১৮ই ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হয়েছেন বলে গণমাধ্যমসূত্রে জানা গেছে। এছাড়াও জেড আই খান পান্না এর সাথে বুম বাংলাদেশ সরাসরি যোগাযোগ করে তার মারা যাওয়ার খবরটি সঠিক নয় বলে নিশ্চিত হয়েছে।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে সংবাদ মাধ্যম ‘দৈনিক কালবেলা’-এর অনলাইন সংস্করণে ১৮ ফেব্রুয়ারি “মৃত্যু গুজবের মধ্যে ট্রাইব্যুনালে আইনজীবী জেড আই খান পান্না” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না মারা গেছেন। এ অবস্থার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন তিনি। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--

পাশাপাশি, সংবাদ মাধ্যম 'দৈনিক আমাদের সময়'-এর অনলাইন সংস্করণেও ১৮ই ফেব্রুয়ারি "হাতে ক্যানোলা নিয়েই ট্রাইব্যুনালে জেড আই খান পান্না" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, হাতে ক্যানোলা লাগানো অবস্থাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপাসন এবং সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে উপস্থিত হন তিনি। এ সময় তার বাম হাতে চিকিৎসাধীন থাকা অবস্থার ক্যানোলা লাগানো ছিল। তাকে ধরে ধরে গাড়ি থেকে নামানো হয়। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--

এছাড়াও ফেসবুকে জেড আই খান পান্নার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এই ধরণের প্রচারণা শুনে তিনি অবাক হয়েছেন এবং এই ধরণের ভুয়া তথ্য ছড়ানোর কারণ তিনি খুঁজে পাচ্ছেননা বলেও জানান।
অর্থাৎ জেড আই খান পান্নার মৃত্যুর খবরটি সঠিক নয়।
সুতরাং জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্নার মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।