রাবির ভর্তি পরীক্ষা নিয়ে ভুয়া তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন-তারিখ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০ ,১১ ,১৭ ,১৮ ও ২৪ জানুয়ারি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
গত ২২ অক্টোবর 'HSC Batch 2024' নামের একটি ফেসবুক গ্রুপে ‘English Seekers -Rezvi Rahman’ আইডি থেকে পোস্ট করে লেখা হয়, "রাবি এডমিশন ব্রেকিং: রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০,১১,১৭,১৮ ও ২৪ জানুয়ারী।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে 'ভর্তি উপ-কমিটি', সেই কমিটিও এখনো গঠিত হয়নি।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্টের দাবির প্রেক্ষিতে কোনো ধরণের তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়েও ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোনো ধরণের তথ্য পাওয়া যায়নি। ওয়েবসাইটের এডমিশন সেকশনে গত বছর অর্থাৎ ২০২৩-২৪ সেশনের ভর্তি সংক্রান্ত নোটিশ প্রকাশিত অবস্থায় আছে। স্ক্রিনশট দেখুন--
তবে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে “জানুয়ারিতে রাবির ভর্তি পরীক্ষা হওয়ার তথ্যটি সঠিক নয়” শিরোনামে শিক্ষা ও ক্যাম্পাস ভিত্তিক জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘দ্যা ডেইলি ক্যাম্পাসের’ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে বলা হয়, ২২ অক্টোবর সন্ধ্যার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক তথ্য বিভিন্ন ফেসবুকে পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১০, ১১, ১৭, ১৮ ও ২৪ জানুয়ারি। থাকবে না সিলেকশন পদ্ধতি! পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন। পাশাপাশি এমন কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেননি বলেও জানিয়েছেন। স্ক্রিনশট দেখুন--
এদিকে বিষয়টি সম্পর্কে আরো জানতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বুম বাংলাদেশকে বলেন, "ফেসবুকে ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। আমাদের ভর্তি পরীক্ষার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকে 'ভর্তি উপ-কমিটি', সেই কমিটিও এখনো গঠন করা হয়নি।
অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভব্য তারিখ নির্ধারণ করা হয়েছে দাবিতে পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।