ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বিএনপির নামে ভুয়া তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যায় বিএনপি এবং দলটির মহাসচিবের সমর্থন দেয়ার কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপ থেকে তথ্যসূত্র ছাড়া একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে সমর্থন দিচ্ছে বিএনপি এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৮ অক্টোবর 'BNP News Update' নামের একটি ফেসবুক পেজ থেকে 'গাজীপুর জেলা আওয়ামী লীগ আনঅফিসিয়াল' নামের একটি গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "নিরীহ মুসলিম ফিলিস্তিনিদের গণহত্যায় সমর্থন দিচ্ছেন মির্জা ফখরুল ও তার দল বিএনপি।" পোস্ট করা ফটোকার্ডেও একই তথ্য লেখা রয়েছে। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে, আলোচ্য ফটোকার্ডে বিএনপি এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচার করা দাবিটি ভিত্তিহীন। নিরীহ ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে সমর্থন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার দল বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়ার কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের গণমাধ্যমে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা তার দল বিএনপির কোনো নেতা কিংবা বিএনপির পক্ষ থেকে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোনো বক্তব্য বা বিবৃতি প্রচারিত হতে দেখা যায়নি। তবে, বিভিন্ন সময় ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরাইলের হামলার ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের পক্ষ থেকে প্রতিবাদ করতে দেখা যায়। এরকম একটি উদাহরণ দেখুন, ২০২১ সালে ফিলিস্তিনে ইসলায়েলের হামলার ঘটনায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি নিয়ে প্রকাশিত একটি খবরের স্ক্রিনশট--
তবে সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বিএনপি কিংবা কোনো বিএনপি নেতার বক্তব্য বা বিবৃতি দেয়ার খবর গণমাধ্যমে খুঁজে পওয়া যায়নি। এ বিষয়ে বিএনপি বা দলটির কোনো উল্লেখযোগ্য নেতা বক্তব্য বা বিবৃতি দিয়ে থাকলে স্বাভাবিকভাবেই গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হত।
এদিকে, আলোচ্য ফটোকার্ডে লিখিত বক্তব্যের কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। তবে, সার্চ করে ফেসবুকের একাধিক গ্রুপ ও পেজে ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক হাজার রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ঘটনার প্রেক্ষিতে পাল্টা হামলা ও বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের পক্ষে-বিপক্ষে বিবৃতি দিতে দেখা যায়। যদিও বাংলাদেশ সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোনো ধরণের বিবৃতি প্রদান করতে দেখা যায়নি।
অর্থাৎ চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বিএনপি এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং বিএনপি অথবা মির্জা ফখরুলের নামে ভিত্তিহীন তথ্য দিয়ে ফটোকার্ড তৈরি করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।