দর্শকদের 'ভুয়া ভুয়া' ধ্বনি নিয়ে কোনো মন্তব্য করেননি সিকান্দার রাজা
বুম বাংলাদেশ দেখেছে, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার নামে ভিত্তিহীন মন্তব্য দিয়ে ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজার ছবিসহ একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে, যেখানে তাঁর বরাতে লেখা রয়েছে তিনি আউট হওয়ার পর গ্যালারি থেকে ভুয়া ভুয়া চিৎকার করা হচ্ছিল, এটা খারাপ নাকি ভাল তা তিনি জানতে চেয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৭ মে 'Tamim's Diary' নামের একটি পেজ থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, "এম্যাচ শেষে সিকান্দার রাজা, 'এটা (ভুয়া) খারাপ নাকি ভালো? আপনারা কেউ বলতে পারবেন?' 🙂 শেইম... 🙁. #BANvsZIM2024 #3rdT20I #TAMIMSDIARY28।" ফটোকার্ডের উপরে লেখা রয়েছে, "আমি আউট হওয়ার পর গ্যালারি থেকে ভুয়া ভুয়া চিৎকার করা হচ্ছিল... এটা খারাপ নাকি ভাল? - আপনারা কেউ বলতে পারেন? সিকান্দার রাজা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠানে"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। কোনো ধরণের তথ্য সূত্র ছাড়াই বাংলাদেশি দর্শকদের নিয়ে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজার নামে আলোচ্য মন্তব্য দিয়ে ফটোকার্ড তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রথমত
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্ট ও পোস্টের ফটোকার্ডে উল্লিখিত দাবির ব্যাপারে কোনো ধরণের সংবাদ দেশের গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। টি-টোয়েন্টি সিরিজ নিয়ে সিকান্দার রাজা সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার একটি বোতল সরিয়ে রাখা নিয়ে বিভিন্ন প্রতিবেদন পাওয়া গেলেও আলোচ্য দাবির ব্যাপারে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। আবার গ্যালারিতে দর্শকদের 'ভুয়া ভুয়া' চিৎকার ও সাকিবের মন্তব্য সংক্রান্ত প্রতিবেদন পাওয়া গেছে, তবে তা সিকান্দার রাজাকে নিয়ে নয়।
দ্বিতীয়ত
চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রতিটি খেলা শেষে ম্যাচ নিয়ে প্রেজেন্টেশন করেন উভয় দলের অধিনায়ক। কি-ওয়ার্ড সার্চ করে T Sports এর ইউটিউব চ্যানেলে সেসব প্রেজেন্টেশনের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলোতে সিকান্দার রাজার সাক্ষাৎকার যাচাই করে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সিকান্দার রাজার কথা বলার ভিডিওর স্ক্রিনশট দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে "‘ভুয়া-ভুয়া’ বলা খারাপ না ভালো—জানতে চেয়ে কোনো মন্তব্য করেননি সিকান্দার রাজা" শিরোনামে আজকের পত্রিকায় গত ৮ মে প্রকাশিত একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা এ ধরণের কোনো মন্তব্য করেনি।
অর্থাৎ 'ভুয়া ভুয়া' বলা খারাপ নাকি ভাল--এমন কোনো মন্তব্য করেননি সিকান্দার রাজা।
সুতরাং জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার নামে ভুয়া মন্তব্য জুড়ে দিয়ে ফটোকার্ড বানিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।