বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের নামে ভুয়া উক্তি প্রচার
মালদ্বীপের বিপক্ষে জয়ের পরে কাজী সালাউদ্দিন কোনো স্টেটমেন্ট দেননি বলে তিনি নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের একটি গ্রাফিক কার্ড পোস্ট করে বলা হচ্ছে, কাজী সালাউদ্দিন বলেছেন, মালদ্বীপের বিপক্ষে এই জয় প্রমাণ করে তার নেতৃত্বে দেশের ফুটবল সঠিক দিকেই এগোচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৬ জুন "ব্রাজিলিয়ান ফুল-বলদ" নামে একটি ফেসবুক পেজে একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হয়। যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের বরাত দিয়ে লেখা হয়, "মালদ্বীপের বিপক্ষে এই জয় প্রমাণ করে যে, আমার নেতৃত্বে দেশের ফুটবল সঠিক দিকেই এগোচ্ছে।-কাজী সালাউদ্দিন, (সভাপতি, বাফুফে)"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষের জয়ের পর বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের কোনো বক্তব্য কোন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, তিনি নিজেও কোন স্টেটমেন্ট দেননি বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, সাফ চ্যাম্পিয়নশিপের গত ২৫ জুনের ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারানোর পর সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয় বাংলাদেশের জন্য। দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ২৫ জুন "মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে থাকল বাংলাদেশ" শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়, "মালদ্বীপের কাছে হারলে বিদায় প্রায় নিশ্চিত ছিল। ড্র করলে থাকতে হতো নানা হিসাব-নিকাশের অপেক্ষায়। ভালোভাবে টিকে থাকার জন্য আসলে জিততে হতো বাংলাদেশকে। এমন সমীকরণ সামনে নিয়ে আজ মালদ্বীপের বিপক্ষে খেলতে নেমেছিল হাভিয়ের কাবরেরার দল। সন্দেহ নেই তীব্র চাপের ম্যাচ। আর এমন দিনেই জ্বলে উঠেছে বাংলাদেশ। পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে থাকলেন জামাল ভূঁইয়ারা।" অর্থ্যাৎ মালদ্বীপের বিপক্ষে ওই ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। স্ক্রিনশট দেখুন--
মালদ্বীপের বিপক্ষে জয়ের পরে কাজী সালাউদ্দিন আসলেই আলোচ্য পোস্টের গ্রাফিক কার্ডে দেয়া বক্তব্যটি রেখেছেন কি না জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে তার নামে এ ধরণের কোনো বক্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকাপোস্টে গত ২৫ জুন কাজী সালাউদ্দিন সম্পর্কিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেলেও তা বাংলাদেশের জয় সংক্রান্ত নয়। "আবেদন প্রত্যাহার করে নিলেন কাজী সালাউদ্দিন" শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, "বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফেডারেশনের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। রোববার (২৫ জুন) চেম্বার আদালত থেকে এ আবেদন প্রত্যাহার করে নেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার আইনজীবী সাইফুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।" তবে এসময়ও কাজী সালাউদ্দিনের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। স্ক্রিনশট দেখুন--
এদিকে আলোচ্য গ্রাফিক কার্ডে কাজী সালাউদ্দিনের নামে এই বক্তব্যটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁর সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এসময়ে গ্রাফিক কার্ডের বক্তব্যটিকে ভুয়া দাবি করে কাজী সালাউদ্দিন বলেন, এরকম কোনো স্টেটমেন্ট তিনি দেননি।
সুতরাং মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচে জয়কে কেন্দ্র করে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের নামে ভুয়া উক্তি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।