থ্রেডসে শেখ হাসিনার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার ভুয়া খবর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, পালিয়ে যাওয়ার গুজব প্রচার হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস-এর একাধিক একাউন্ট থেকে একটি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি দেশব্যাপী শিক্ষার্থীদের তীব্র কোটা সংস্কার আন্দোলন যখন চলছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
গত ২১ জুলাই 'mohaammd1349' নামের একটি থ্রেডস একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "শেখ হাসিনা গনভবন থেকে হেলিকপ্টার করে পালিয়েছে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। সম্প্রতি দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে, ব্যবসায়ীদের সাথে এক অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। এছাড়াও এই গুজব ছড়িয়ে পড়ার পরে প্রায় প্রতিদিনই গণমাধ্যমে তার কার্যক্রম ও বক্তব্য প্রচারিত হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির পক্ষে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি গুজব বলে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। "গুজব ছড়ানো হলো পালিয়েছি, শেখ হাসিনা পালায় না" শিরোনামে গত ২২ জুলাই সময় টিভির অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, "গত ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। এসময় তিনি বলেন, দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায়নি, পালায় না।" স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি "গুজব ছড়ানো হলো পালিয়েছি, শেখ হাসিনা পালায় না, আমার কাছে ক্ষমতা কিছু না : প্রধানমন্ত্রী" শিরোনামে ২২ জুলাই আমাদের সময় পত্রিকার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনার উদ্ধিৃতি দিয়ে বলা হয়, "আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায়নি, পালায় না।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও কি-ওয়ার্ড সার্চ করে "বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী" শিরোনামে গত ২৮ জুলাই বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, রবিবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কোটা সংস্কার আন্দোলনের সময় সম্প্রতি নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। সেখানে তিনি নিহত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করেন। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার খবরটি সঠিক নয়।
সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছেন বলে সামাজিক মাধ্যম থ্রেডসে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।