চাঁদপুরে রাসেল'স ভাইপারের কামড়ে শিশু মৃত্যুর ভুয়া খবর প্রচার
দুই মাস আগে হবিগঞ্জে সাপের কামড়ে মৃত শিশুর ছবিকে চাঁদপুরে রাসেল'স ভাইপারের কামড়ে মারা যাওয়া শিশু বলে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি মৃত শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, চাঁদপুরের তরপুরচন্ডী ইউনিয়নে খেলার সময় রাসেল'স ভাইপার সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ জুন 'ইমরান হুসাইন মুজাহিদী' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি মৃত শিশুর ছবি পোস্ট করে বলা হয়, "চাঁদপুর জেলার তরপুরচন্ডী ইউনিয়নে ৯ বছরের এক শিশু খেলার সময় রাসেল ভাইপার সাপের ছোবল খেয়ে ১১ টা ১০ মিনিটে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য পোস্টের মৃত শিশুর ছবিটি চাঁদপুরে খেলা করার সময় সম্প্রতি দেশব্যাপী আতঙ্ক ছড়ানো রাসেল'স ভাইপার সাপের কামড়ে মারা যাওয়া শিশুর নয়; বরং ছবিটি গত এপ্রিলে হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে মারা যাওয়া মরিয়ম আক্তার রুবি নামের এক শিশুর। এছাড়া, সম্প্রতি চাঁদপুরে রাসেল'স ভাইপার সাপের কামড়ে চাঁদপুরে কোনো শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় রাসেলস ভাইপার সাপের কামড়ে মৃত্যু বা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও চাঁদপুরে রাসেলস ভাইপারের কামড়ে কোনো শিশু মারা যাওয়া কিংবা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে ভাইরাল ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু" শিরোনামে 'দৈনিক সিলেটের সময়' পত্রিকার অনলাইন ভার্সনে ২০২৪ সালের ২৪ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে আলোচ্য ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, হবিগঞ্জের মাধবপুরে সাপের কামড়ে মরিয়ম আক্তার রুবি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরবর্তীতে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে হবিগঞ্জের স্থানীয় 'হবিগঞ্জ এক্সপ্রেস' পত্রিকার অনলাইনে "মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু" শিরোনামে একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনেও আলোচ্য পোস্টে ব্যবহৃত শিশুটির ছবির সঙ্গে মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি সম্প্রতি চাঁদপুরে নয় বরং হবিগঞ্জে দু'মাস আগে সাপের কামড়ে মারা যাওয়া এক শিশুর। এছাড়া, শিশুটি কোন প্রজাতির সাপের কামড়ে মারা গেছে তা সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, সম্প্রতি দেশব্যাপী আতঙ্ক ছড়িয়েছে রাসেল'স ভাইপার সাপ। সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে এ সাপের বিস্তৃতি নিয়ে নানারকম আলোচনা হচ্ছে।
সুতরাং হবিগঞ্জে সাপের কামড়ে মারা যাওয়া এক শিশুর ছবিকে সম্প্রতি চাঁদপুরে রাসেল'স ভাইপারের কামড়ে মারা যাওয়া শিশুর ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।