ডিবিসি নিউজের লোগোযুক্ত করে পলকের নামে ভুয়া সংবাদ প্রচার
ডিবিসি নিউজের ডিজিটাল হেড কামরুল ইসলাম রুবেল আলোচ্য ফটোকার্ডটি তাদের প্রচারিত নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, অতিবৃষ্টির কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইটে পানি ঢুকে অটোমেটিক মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
এক ঘন্টা আগে (২ আগস্ট) 'Habibbur Rhman' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ:- অতি বৃষ্টির কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট এ পানি ঢুকে অটোমেটিক রেমিটেন্স সার্ভার নষ্ট হয়ে যাওয়ার কারনে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।" পোস্টটিতে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি ফটোকার্ড দেখতে পাওয়া যায়। ফটোকার্ডটিতে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ছবি দিয়ে লেখা হয়, "অতি বৃষ্টির কারণে স্যাটেলাইটে পানি ডুকে অটোমেটিক মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ডিবিসি নিউজের ডিজিটাল হেড কামরুল ইসলাম রুবেল আলোচ্য ফটোকার্ডটি তাদের প্রচারিত নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
ডিবিসি নিউজের লোগোযুক্ত ফটোকার্ডটি চ্যানেলটি আসলেই প্রচার করেছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে ডিবিসি নিউজের ফেসবুক পেজে সার্চ করে এরকম কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচ্য ফটোকার্ডটি পর্যবেক্ষণ ফটোকার্ডটির সাথে করে ডিবিসি নিউজের ফটোকার্ডের ফন্ট এবং ডিবিসির লোগোতে রঙের ব্যবহারে অমিল লক্ষ্য করা যায়। নিচে আলোচ্য পোস্টে যুক্ত ফটোকার্ডটির একটি স্ক্রিনশট (বামে) এবং ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রাপ্ত একটি ফটোকার্ডের স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
এদিকে, আলোচ্য ফটোকার্ডটি ডিবিসি নিউজের বানানো কিনা জানতে চ্যানেলটির ডিজিটাল হেড কামরুল ইসলাম রুবেলের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এসময় আলোচ্য ফটোকার্ডটি তাদের প্রচারিত নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেন তিনি।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি ডিবিসি নিউজের তৈরি করা হয়। ডিবিসি নিউজের লোগো বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আলোচ্য ফটোকার্ডের মত কোনো বক্তব্য দেওয়ার সংবাদও গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং ডিবিসি নিউজের লোগো বসিয়ে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।