কালবেলার লোগো যুক্ত করে নিপুণ রায়কে নিয়ে ভুয়া সংবাদ প্রচার
কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহবুব কালবেলার লোগোযুক্ত ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা কালবেলার লোগো যুক্ত করে বিএনপি নেত্রী নিপুণ রায়ের ছবিসহ একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, পল্টনে নিপুন রায়ের আনা খিচুড়ি খেয়ে বিএনপি নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৮ অক্টোবর 'Supporters of Bangladesh Awami League' নামে একটি ফেসবুক গ্রুপে 'জয় বাংলা' নামে একটি আইডি থেকে দৈনিক পত্রিকা কালবেলার লোগো যুক্ত এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয় যাতে লেখা রয়েছে, "পল্টনে নিপুন রায়ের আনা ল্যাটা খিচুড়ি খেয়ে ৬৫ জন বিএনপি নেতাকর্মী ইবনে সিনা হাসপাতালে ভর্তি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত ফটোকার্ডটি ভুয়া। কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহবুব আলোচ্য ফটোকার্ডটি কালবেলার তৈরি নয় বলে নিশ্চিত করেছেন। এছাড়া, ফটোকার্ডে লেখা তথ্য নিয়ে এমন কোনো খবর কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে গত ২৭ অক্টোবর 'নিজ হাতে বেড়ে নেতাকর্মীদের খিচুড়ি খাওয়াচ্ছেন নিপুণ রায়' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশে অংশ নেওয়ার লক্ষ্যে একদিন আগেই ঢাকার পল্টন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। দলটির আন্দোলনরত নেতাকর্মীদের নিজ হাতে বেড়ে খিচুড়ি খাওয়াচ্ছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।"। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ফেরিফায়েড ইউটিউব চ্যানেলেও 'বিএনপি’র মহাসমাবেশে আগত নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করছেন নিপুন রায় চৌধুরী | 27 October 2023' শিরোনামে পোস্টকৃত একটি ভিডিওতে দেখা যায় একই দৃশ্য। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে একই সংবাদ খুঁজে পাওয়া যায় বাংলা ট্রিবিউন, ঢাকা পোস্টসহ একাধিক গণমাধ্যমে। তবে, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও ওইদিন খিচুড়ি খেয়ে বিএনপি নেতাকর্মীদের কারো অসুস্থ হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়ার কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, আলোচ্য তথ্য সহ ফটোকার্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ব্যাপারে জানতে কালবেলা অনলাইনের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এসময় কালবেলা অনলাইনের সম্পাদক পলাশ মাহবুব আলোচ্য ফটোকার্ডটি কালবেলার তৈরি করা নয় বলে জানান।
অর্থাৎ দৈনিক পত্রিকা কালবেলার লোগো যুক্ত করে বিএনপি নেত্রী নিপুণ রায়কে জড়িয়ে ভুয়া তথ্য সহ ফটোকার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।