আরটিভির বরাতে জামায়াত আমীরের নামে ভিত্তিহীন তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, জামায়াত আমীরের বরাতে ভিত্তিহীন তথ্য যুক্ত করে আরটিভির ফটোকার্ডের আদলে এটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, জামায়াতের আমীর বলেছেন, ড. ইউনূস আলেমদের ভালোবাসেন তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৯ সেপ্টেম্বর 'JS MEDIA' নামের একটি ফেসবুক পেজ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো সম্বলিত এমন একটি ফটোকার্ডটি পোস্ট করা হয়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি আসল নয় বরং নকল। আলোচ্য ফটোকার্ডটি তাদের তৈরি করা নয় বলে জানিয়েছেন আরটিভির হেড অব ডিজিটাল কবীর আহমেদ। আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে করা ফটোকার্ডের আদলে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। আরটিভির ফেসবুক পেজে পোস্ট করেও বিষয়টি নিশ্চিত করে হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্টে যুক্ত ফটোকার্ডটির তথ্যসহ কোনো সংবাদ বা ফটোকার্ড আরটিভি টিভি সহ অন্য কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো কি-ওয়ার্ড সার্চ করে আরটিভির ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটিতে আলোচ্য ফটোকার্ডটির সম্পর্কে জানানো হয়, "আরটিভির নামে ছড়ানো এই ফটোকার্ডটি নকল, আমাদের তৈরি নয়।" এছাড়াও, আরটিভির ফটোকার্ডের বৈশিষ্ট্য অনুযায়ী আলোচ্য ফটোকার্ডটিতে সংবাদের নিচে "বিস্তারিত কমেন্টে" লেখা অংশটি দেখতে পাওয়া যায় না। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়া, বুম বাংলাদেশের পক্ষ থেকে আরটিভির সাথে যোগাযোগ করা হলে আলোচ্য ফটোকার্ডটি তাদের তৈরি করা নয় বলে জানিয়েছেন গণমাধ্যমটির হেড অব ডিজিটাল কবীর আহমেদ।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি আরটিভির তৈরি করা নয়।
সুতরাং ভিত্তিহীন তথ্য সহ আরটিভির লোগো যুক্ত করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।