মাহফুজ আলমের নামে প্রথম আলোর বরাতে ভিত্তিহীন মন্তব্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডের আদলে তৈরি করা ছবিটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে প্রথম আলো।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, একাত্তরের স্বাধীনতা আওয়ামী লীগের, চব্বিশের স্বাধীনতা আমজনতার। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ অক্টোবর 'Saiful Islam Palash' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের ছবি যুক্ত করে লেখা থাকতে দেখা যায়, "একাত্তরের স্বাধীনতা আওয়ামী লীগের, চব্বিশের স্বাধীনতা আমজনতার- মাহফুজ আলম"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বানোয়াট। প্রথম আলোর লোগো ব্যবহার করে তাদের ফটোকার্ডের আদলে তৈরি করা ছবিটি তাদের বানানো নয় বলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে নিশ্চিত করেছে প্রথম আলো।
আলোচ্য ফটোকার্ডটি প্রথম আলোর বানানো কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে এরকম কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে এ সংক্রান্ত কোনো খবরও প্রথম আলো পত্রিকায় কিংবা অন্যকোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে, প্রথম আলোর ফেসবুক পেজে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটিতে আলোচ্য ছবিটির ব্যাপারে বলতে দেখা যায়, প্রথম আলোর নামে ছড়ানো এই কার্ড ও তথ্য নকল। প্রথম আলোর ফেসবুক পেজের পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি প্রথম আলোর নয়। বরং প্রথম আলোর লোগো ব্যবহার করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের নামে বিভ্রান্তিকর তথ্য সহ ফটোকার্ডটি তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং প্রথম আলোর নাম ব্যবহার করে মাহফুজ আলমের নামে বিভ্রান্তিকর তথ্যসহ ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে।