ক্রিকেটার মিরাজের নামে ভুয়া মন্তব্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ার ব্যাপারে মিরাজের এমন মন্তব্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপ থেকে বাংলাদেশি ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের ছবি সহ একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না হওয়ায় তার জন্য ভাল হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ মে '𝐈𝐭'𝐬 𝐀𝐬𝐢𝐟' নামের একটি পেজ থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডে লেখা রয়েছে, "টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ.....🗣️" ফটোকার্ডে উল্লেখ থাকতে দেখা যায়, "আমার জন্য ভালো হয়েছে, এই যে এত মাত্রায় খেলা, খেলতে খেলতে মাথা হ্যাং হয়ে যায়, ছুটিতে ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করব: মেহেদী হাসান মিরাজ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। কোনো তথ্যসূত্র ছাড়াই বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নামে আলোচ্য মন্তব্য দিয়ে ফটোকার্ডটি তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশ দলের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর মিরাজের কোনো মন্তব্য গণমাধ্যমে আসতে দেখা যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে ফটোকার্ডে উল্লিখিত দাবির ব্যাপারে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার পর মিরাজের বাদ পড়া নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন পাওয়া যায়। তবে, এসব প্রতিবেদনে মিরাজের বাদ পড়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের মন্তব্য থাকলেও মিরাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এরপর কি-ওয়ার্ড সার্চ করে মিরাজের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটেও দেখা গেছে আলোচ্য দাবি সংক্রান্ত কোনো পোস্ট তিনি করেননি। তবে বিশ্বকাপে ঘোষিত বাংলাদেশের স্কোয়াডকে শুভকামনা জানিয়ে গত ১৫ মে করা তার একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, "দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্খী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন... টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।" স্ক্রিনশট দেখুন--
বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া নিয়ে কোনো ক্রিকেটার কোনো প্রতিক্রিয়া দেখালে বা সংশ্লিষ্ট কেউ কোনো মন্তব্য করলে স্বাভাবিকভাবেই তা গণমাধ্যমে প্রকাশিত হয়। যেহেতু কোনো নির্ভরযোগ্য সূত্রে তাঁর আলোচ্য মন্তব্য করার কোনো তথ্য পাওয়া যায়নি, তাই মিরাজের নামের এমন মন্তব্য প্রচার করা বিভ্রান্তিকর।
এদিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় ক্রিকেটার মিরাজ এমন মন্তব্য করেছেন কিনা তা জানতে তার সাথে যোগাযোগ করেছে বুম বাংলাদেশ, তবে তার পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তার জবাবে উল্লেখেযোগ্য তথ্য পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।
অর্থাৎ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে জায়গা না পাওয়ায় ক্রিকেটার মিরাজ 'ভালো হয়েছে', 'এত মাত্রায় খেললে মাথা হ্যাং হয়ে যাবে' সংক্রান্ত কোনো মন্তব্য করেছেন--তা নির্ভরযোগ্য কোনো সূত্রে প্রমাণিত নয়।
সুতরাং বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের নামে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।