ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ বাতিল হবার ভিত্তিহীন খবর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ বাতিলের তথ্য দেয়া হলেও খবরের বিষয়বস্তু ভিন্ন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে, চলতি ২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ বাতিল হয়েছে এবং ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১২ ডিসেম্বর 'Sakela Sakela' নামের একটি ফেসবুক আইডি থেকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ বাতিল, আবার খেলা হবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সেই খেলা"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর বিস্তারিত অংশের বিষয়বস্তুতে অপ্রাসঙ্গিক তথ্য জুড়ে দেয়া হয়েছে।
অখ্যাত অনলাইন পোর্টালের খবরের লিংকে ক্লিক করলে দেখা যায় বিষয়বস্তুতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ফুটবল দল সম্পর্কে কিছু বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর দেখা যায়, আলোচ্য অনলাইন পোর্টালের বিষয়স্তুর তথ্যগুলো সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারে গত ৯ ডিসেম্বর "ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে হুবহু কপি করা হয়েছে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে। দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন ও অনলাইন পোর্টালের খবরটির পাশাপাশি তুলনা দেখুন--
আবার, ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি বাতিল হয়েছে এবং ম্যাচটি আবার পুনরায় আয়োজন করা হবে এ দাবিটিও ভিত্তিহীন। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ব্রাজিলের বিপক্ষে বিজয়ী ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনার সেমি-ফাইনাল ম্যাচের কাউন্টডাউন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। স্ক্রিনশট দেখুন--
ফিফার অফিশিয়াল একটি টুইটার একাউন্ট থেকে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের মূল রেফারি হিসেবে ইতালির ড্যানিয়েল ওরসাতো দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে।
অর্থাৎ চলতি কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ বাতিল হয়েছে এবং ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে বলে করা দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে অপ্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে একাধিক অনলাইন পোর্টালে।